আতঙ্ক ছড়াচ্ছে ‘বহুরূপী’ করোনা ভাইরাস। এর ফলে মঙ্গলবার (২২ ডিসেম্বর) থেকে বুধবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত ব্রিটেন থেকে ভারত আসার সমস্ত বিমান বাতিল করল কেন্দ্র।
সোমবার সংক্রমণ রুখতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এর আগে অবশ্য কেন্দ্র জানিয়েছিল রূপ পালটানো করোনা ভাইরাস থেকে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কিন্তু আজকের সিদ্ধান্তে এটা সাফ হয়ে গিয়েছে যে মহামারী আবহে কোনও ঝুঁকি নিতে নারাজ মোদি সরকার। চলতি বছরের শুরু থেকেই বিশ্বে ছড়িয়েছে করোনা সংক্রমণ। এবার আরও ভয়ংকর রূপ নিয়েছে তা। ইতিমধ্যে লন্ডনে এক নতুন ধরনের কোভিড-১৯ (COVID-19) ভাইরাসের দেখা মিলেছে। যা এতদিনের চেনা ভাইরাসের থেকে ৭০ শতাংশ বেশি সংক্রামক। গত দু’সপ্তাহ ধরেই ইংল্যান্ডে আক্রান্তের সংখ্যা বেড়েছে। আর তার ভয়েই এবার তটস্থ গোটা বিশ্ব। আর এই পরিস্থিতিতে সমস্ত আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করল সৌদি আরব। নয়া ভাইরাসের প্রকোপ থেকে বাঁচতেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।
এদিকে, শুধু সৌদি আরব নয়, তুরস্কও আন্তর্জাতিক উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটেন, ডেনমার্ক, নেদারল্যান্ডস এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে সমস্ত উড়ান বাতিল করে দিয়েছে তাঁরা। এক বিবৃতিতে একথা জানানো হয়েছে তুরস্ক প্রশাসনের পক্ষ থেকে। এছাড়া আরও বহু দেশ ব্রিটেনের সঙ্গে সমস্ত আন্তর্জাতিক উড়ানও বাতিল করেছে। তালিকায় রয়েছে অস্ট্রিয়া, বেলজিয়াম, ইতালি, আয়ারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইজরায়েল। আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা আপাতত গোটা বিষয়টির দিকে নজর রাখছে। ইতিমধ্যে ব্রিটেনে ভালমতোই থাবা বসিয়েছে নয়া করোনা ভাইরাস। সংক্রমণ রুখতে ক্রিসমাসের আগেই নতুন করে সেদেশে লকডাউন জারি করা হয়েছে।