শ্রীলঙ্কায় আইএসের তরফে ধারাবাহিক বিস্ফোরণে বহু মানুষের মৃত্যুর পর থেকে বাংলাদেশ জুড়ে নতুন করে জঙ্গি হামলার আশঙ্কা থাকছে৷ তারই মাঝে ফের বুদ্ধিজীবী ও মুক্তমনাদের খুন করার হুমকি আসছে৷ এই পর্যায়ে খুনের হুমকি দেওয়া হল বিশিষ্ট মানবাধিকার কর্মী সুলতানা কামাল ও ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসির মামুনকে৷ দুই বুদ্ধিজীবী পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন৷
ইসলামিক স্টেট অনুপ্রাণিত লোনউলফ সংবাদ মাধ্যমে বাংলাদেশি বুদ্ধিজীবীদের ফের টার্গেট করা হয়েছে৷ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, এইভাবে খুনের হুমকি দেওয়ার পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে৷ তবে জঙ্গি হামলা রুখতে সরকার তৎপর৷
লোনউলফ দুনিয়া জুড়ে সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে তৎপর একটি অনলাইন সংবাদ মাধ্যম৷ এখানে হামলা কী করে করতে হয়, সিসিটিভি ক্যামেরা এড়িয়ে চলার পদ্ধতি, নিশানা বেছে নেয়া, অপারেশনের পরিকল্পনা সহ বিভিন্ন তথ্য পরিবেশন করা হয়৷ সেই সংবাদ মাধ্যমেই এবার উঠে এসেছে সুলতানা কামাল ও মুনতাসির মামুনকে খুনের প্রসঙ্গ৷ আশঙ্কা, এরপরেই আসবে আরও কয়েকজন বিশিষ্টজনের নাম৷
এর আগে একাধিক হামলায় বিভিন্ন সময়ে মুক্তমনা খুনের ঘটনা ঘটেছে৷ প্রতিক্ষেত্রে কুপিয়ে ও গুলি করে খুন করা হয়েছে বুদ্ধিজীবীদের৷ আল কায়েদা ও ইসলামিক স্টেট জঙ্গি সংগঠনের অনুপ্রাণিত সংগঠনগুলি যেমন আনসারুল্লা বাংলা টিম (পরে নাম পাল্টে হয় আনসার আল ইসলাম), নব্য জেএমবি ২০১৩ সাল থেকে লাগাতার বুদ্ধিজীবী ও যুক্তিবাদী ব্লগারকে খুনে জড়িত৷ সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সহ বিশিষ্টজনদের চিঠি পাঠিয়ে খুনের হুমকি দেওয়া হয়েছিল৷
সম্প্রতি তেমনই হুমকি ফের আসতে শুরু করেছে৷ জানা গিয়েছে বাংলাদেশি বুদ্ধিজীবীদের খুন করা হতে পারে এমনই তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক জঙ্গি কর্মকাণ্ড সংক্রান্ত সংবাদ মাধ্যম লোনউলফ৷ প্রথমে হুমকি পান সুলতানা কামাল৷ মুক্তিযুদ্ধে অংশ নেওয়া এই মানবাধিকার কর্মী একসময় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন৷ তিনি থানায় গিয়ে খুনের হুমকি পেয়েছেন এমন অভিযোগ জানাতেই নতুন করে আশঙ্কা ছড়িয়ে পড়েছে৷ এবার ইতিহাসবিদ মুনতাসির মামুন অভিযোগ করায় আশঙ্কা আরও বাড়ল৷