ভারতে করোনাভাইরাসের প্রকোপ যখন নিম্নমুখী, সেই সময় ভয় বাড়াচ্ছে করোনার নতুন প্রজাতি (স্ট্রেন)। আশঙ্কা সত্যি করে, ভারতে ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলল করোনাভাইরাসের নতুন প্রজাতির হদিশ। এঁদের মধ্যে ৩ জন রয়েছেন বেঙ্গালুরুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেডিক্যাল হেলথ এন্ড নিউরো-সায়েন্সেস-এ, ২ জন রয়েছেন হায়দরাবাদের সেলুলার এন্ড মলিকুলার বায়োলজিতে ও ১ জন পুণের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে। ৬ জনকে পৃথক পৃথক রুমে আইসোলেশনে রাখা হয়েছে।
করোনাভাইরাসের নতুন প্রজাতি নিয়ে বিস্তর চাপে রয়েছে ব্রিটেন-সহ ইউরোপের একাধিক দেশ। সেখানে নতুন করে লকডাউন ঘোষিত হয়েছে করোনা-সংক্রমণ আটকাতে। ভারতও ব্রিটেন থেকে আগত সব বিমান পরিষেবা বন্ধ করে দিয়ে সংক্রমণ আটকানোর চেষ্টা করছে। তাতেও শেষরক্ষা হল না। মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতে ব্রিটেন ফেরত ৬ জনের শরীরে মিলেছে করোনাভাইরাসের নতুন প্রজাতির হদিশ। স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, ২৫ নভেম্বর থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত ব্রিটেন থেকে ভারতের বিভিন্ন বিমানবন্দরে এসেছেন প্রায় ৩৩ হাজার যাত্রী। সমস্ত যাত্রীদের টেস্ট করা হয়। এখনও পর্যন্ত তাঁদের মধ্যে ১১৪ জনের শরীরে করোনাভাইরাসের সন্ধান মিলেছে এবং ৬ জনের শরীরে করোনার নতুন প্রজাতির হদিশ মিলেছে।
2020-12-29