পরীক্ষামূলক অভিযান সফল হল ড্রোন রুস্তমের : মোতায়েন হবে লাদাখ সীমান্তে

প্রথমবার যান্ত্রিক ত্রুটির কারণে অসফল হলেও এবার ১৬ হাজার ফুট উচ্চতায় উড়লো ভারতীয় আনম্যান এরিয়াল ভেইকেল। প্রসঙ্গত গত বছর যান্ত্রিক ত্রুটির কারণে উড়ানের কিছুসময়ের মধ্যেই ভেঙে পড়ে এই ভারতীয় ড্রোন। আর সেই অসফলতাকে মুছে দিয়েই এবার ভারতীয় ড্রোন রুস্তম ১৬ হাজার ফুট উচ্চতায় উড়ে নজির গড়লো। এবছর কর্নাটকের চিত্রদুর্গ জেলায় রুস্তমের এই পরীক্ষামূলক অভিযান সফল হয়। প্রসঙ্গত, দ্য ওয়ারিয়র-এর পোশাকি নাম হল রুস্তম (Rustam)। রুস্তমের উন্নত ভেরিয়েন্ট রুস্তম২ এর প্রকৃত নাম হল ‘মিডিয়াম অল্টিটিউড আনম্যারেড এরিয়াল ভেইকেল’। যা তৈরি করেছে ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা ‘ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ‘। ভারতীয় বিশেষজ্ঞরা জানিয়েছেন লাদাখে প্রতিরক্ষা বাহিনীর বড় অস্ত্র হতে পারে এই ড্রোন। মনে করা হচ্ছে এই পরীক্ষামূলক সাফল্যের পর লাদাখে (Ladakh) মোতায়েন করা হতে পারে এই ড্রোনকে।

পরীক্ষামূলক কুরআনে ১৬ হাজার ফুট উঠলেও আসলে এই উড়ানটি ২৬ হাজার ফুট উচ্চতা পর্যন্ত উড়তে পারে একটানা ১৮ ঘন্টার বেশি সময় ধরে । এই ড্রোনের রয়েছে ডিজিটাল ফাইল কন্ট্রোল এবং ডিজিটাল নেভিগেশন সিস্টেম। এছাড়াও ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম এই ধরনের অন্যতম বৈশিষ্ট্য। এই ড্রোন প্রায় ২৫০ কিলোমিটার দূর থেকে শত্রুদের উপর নজর রাখতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোন ভারতীয় সেনা বায়ুসেনা এবং নৌবাহিনীর কাছে বিশেষ অস্ত্র হয়ে উঠবে। বর্তমানে লাদাকে মোতায়ন করা রয়েছে ইসরাইল থেকে কেনা ড্রোন হেরেন ট্রিপ । এর বিশেষ ক্যামেরা যে কোনও আবহাওয়াতে যে কোনও সময়ে শত্রু শিবিরের ছবি তুলে আনতে পারে। যদিও সীমান্ত এলাকায় ভারতীয় বাহিনীর শক্তি বাড়াতে যদিও সীমান্ত এলাকায় ভারতীয় বাহিনীর শক্তি বাড়াতে কম পাল্লার ট্রাকটিক্যাল ড্রোন ও অ্যান্টি ড্রোন সিস্টেম তৈরি করছে ডিআরডিও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.