ঠান্ডা প্যাকেটজাত খাবার থেকেই ছড়াচ্ছে করোনা ভাইরাস, স্বীকার করল চিন

ঠান্ডা প্যাকেটজাত খাবার থেকেই ছড়াচ্ছে করোনা ভাইরাস (Coronavirus), অবশেষে স্বীকার করল চিন (China)। চিনের বন্দরনগরী কিংডাওতে আমদানিকৃত সামুদ্রিক মাছের প্যাকেজিং-এ এবার করোনা ভাইরাস সনাক্ত করা গেল। দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ বর্ণনা দিয়েছেন এটি বিশ্বের কোল্ড ফুড চেনের মধ্যে পাওয়া প্রথম করোনা ভাইরাস। চিনা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন শনিবার একটি বিবৃতিতে জানিয়েছেন কিংডাওতে আমদানি করা সামুদ্রিক মাছের বাইরের প্যাকেজিংয়ে করোনা ভাইরাসের অস্তিত্ব সনাক্ত করা গেছে। প্রসঙ্গত কিংডাওতে ১১ কোটি জনসংখ্যার ওপর পরিচালিত পরীক্ষায় নতুন কোনো উৎসের সন্ধান পাওয়া যায়নি। তবে খুব সম্প্রতি কোভিড ১৯-এর ক্লাস্টার প্রকাশিত হয়েছে।

যদিও এরই মধ্যে যাদের দেহে এই করোনা ভাইরাস সংক্রমিত হয়েছে, তাদের সংক্রমনের মূল কারণ হিসেবে বাইরে থেকে আমদানি করা এই ধরনের খাবার গুলিকেই দায়ী করা হয়েছে। পৃথিবীতে এটাই প্রথম ঘটনা যেখানে বাইরে থেকে আমদানি করা খাবারের প্যাকেট করোনা ভাইরাস এর অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশনের বক্তব্যে এটাই স্পষ্ট। তবে বাইরে থেকে আমদানি করা এই ধরনের খাবার থেকে করোনা সংক্রমণ হওয়ার সুযোগ খুবই কম, এমনটাই দাবি উহানের এই সংস্থার। প্রসঙ্গত ১৫ সেপ্টেম্বরের মধ্যে দেশের ২৪টি অঞ্চলে মোট ২.৯ কোটি নমুনা পরীক্ষা করা হয়েছিল। যার মধ্যে এই কোল্ড চেইন ফুড থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল মোট ১.২৪কোটি। যদিও সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন এর বক্তব্য অনুযায়ী এই সংগৃহীত নমুনার মধ্যে মোট ২২ টি নমুনার ফলাফল পজেটিভ এসেছে। যদিও জুলাই মাসেই চিনে প্রথম বাইরে থেকে আমদানি করা চিংড়ি মাছের প্যাকেটে করোনা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, আর এরপর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.