Attack in Maldives: মলদ্বীপে ভারতের যোগ দিবসের অনুষ্ঠানে স্টেডিয়ামে হামলা, আশ্বাস কড়া পদক্ষেপের

মলদ্বীপে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে হামলা চালাল একদল উগ্রপন্থী। অংশগ্রহণকারীদের উপর হামলা চালানো হয়। সেই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিলেন মলদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহামেদ সোলি। 

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের সঙ্গে হাত মিলিয়ে মঙ্গলবার সকালে জাতীয় স্টেডিয়ামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিল মলদ্বীপ সরকার। মলদ্বীপের সংবাদমাধ্যম বিএনএন নিউজরুমের টুইট করা একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একদল লোক স্টেডিয়ামের ভিতরে আক্রমণাত্মকভাবে ঢুকে পড়েছে। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে গ্যাসের শেল ব্যবহার করে পুলিশ। তারপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

সেই ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মলদ্বীপের রাষ্ট্রপতি। টুইটারে তিনি বলেন, ‘আজ সকালে গাললহু স্টেডিয়ামে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনায় তদন্ত শুরু করেছে মলদ্বীপ পুলিশ। অত্যন্ত গুরুত্ব সহকারে বিষয়টি বিবেচনা করা হচ্ছে। যারা এই ঘটনায় জড়িত আছে, তাদের দ্রুত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’

আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান

‘বিশ্ব শান্তির পরিবেশ তৈরি করে যোগ।’ আন্তর্জাতিক যোগ দিবসে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ দিনটির সকালে মাইসুরু প্যালেস গ্রাউন্ডে যোগ করেন মোদী। মাইসুরু প্যালেস গ্রাউন্ডে যোগ করেন ১৫,০০০ মানুষ। মধ্যমণি ছিলেন মোদী। তারইমধ্যে যোগের উপযোগিতা তুলে ধরেন মোদী। তিনি বলেন, ‘মানুষকে রোগমুক্ত জীবনের দিশা দেখাচ্ছে যোগ। ঋষি-মুনিরা বলেছেন, যোগ বিশ্বে শান্তি নিয়ে আসে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.