পাকিস্তানে আরেকটি হিন্দু নাবালিকার অপহরণের মামলা সামনে এলো। পাকিস্তানের পাঞ্জাব প্রান্তে রহীম যার জেলায় ১৭ বছরের হিন্দু নাবালিকাকে এক মুসলিম দুষ্কৃতী অপহরণ করে নিয়ে যায়। এই ঘটনার পরে ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে থাকে। হিন্দু নাবালিকাকে সুরক্ষিত ফিরিয়ে নিয়ে আসতে হিন্দু সম্প্রদায়ের মানুষ বৃহস্পতিবার ধর্নায় বসে শহরের প্রধান সড়ক জ্যাম করে দেয়।মিডিয়া রিপোর্ট অনুযায়ী, হিন্দু নাবালিকাকে অপহরণ এর ঘটনা গত মাসের। নাবালিকা হিন্দুর পরিবার এই ঘটনার পর স্থানীয় পুলিশে অভিযোগ দায়ের করেছে। রাজধানী লাহোর থেকে প্রায় ৪০০ কিমি দূরে রহীম যার খান জেলায় হিন্দুরা এই ঘটনার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করে।পুলিশে দায়ের করা অভিযোগ অনুযায়ী, তাহির তাম্রি নামের এক মুসলিম যুবক গত মাসে তাঁর পিতা আর ভাইয়ের সাহায্য নিয়ে একটি হিন্দু নাবালিকার অপহরণ করে। তারপর ওই যুবক হিন্দু নাবালিকাকে করাচি নিয়ে গিয়ে তাঁর ধর্ম পরিবর্তন করিয়ে তাঁকে বিয়ে করার জন্য জোর খাটায়।অপহরণকারী যুবক ওই হিন্দু নাবালিকার সাথে নিকাহ করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল। আপনাদের জানিয়ে রাখি, গত মাসেই পাকিস্তানের সিন্ধ প্রদেশে দুই হিন্দু নাবালিকাকে জোর করে ধর্ম পরিবর্তন করিয়ে বিয়ে করার মামলা সামনে আসার পর, গোটা বিশ্বে পাকিস্তানের চরম নিন্দা হয়েছিল।
2019-04-19