ওমিক্রন আতঙ্কে পিছিয়ে যাবে উত্তরপ্রদেশ নির্বাচন? কমিশন, মোদীর কাছে আর্জি আদালতের

দেশে সাড়ে ৩০০-র গণ্ডি পার করেছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা৷এই আবহে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত দেশ৷ আর তাই এবার আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনে প্রচার সভার উপর নিষেধাজ্ঞার আবেদন জানাল এলাহাবাদ হাইকোর্ট৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নির্বাচন কমিশনের কাছে এলাহাবাদ হাই কোর্টের আবেদন, এখনই জনসভা, মিছিল নিষিদ্ধ করা হোক উত্তরপ্রদেশে৷ পাশাপাশি নির্বাচন পিছিয়ে দেওয়ার আর্জিও জানায় আদালত৷ প্রসঙ্গত, জনবহুল এই রাজ্যে করোনা সংক্রমণ বৃদ্ধই পেলে তা গোটা দেশের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়াবে৷ 

এদিকে নির্বাচনের আগে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প উদ্বোধন বা সেগুলির ভিত্তিপ্রস্তর স্থাপন করতে বারংবার উত্তরপ্রদেশে যাচ্ছেন মোদী৷ সরকারি অনুষ্ঠান হলেও সেগুলি বকলমে নির্বাচনী জনসভা৷ মোদী নিজে বললেও জনসভায় আগতদের মধ্যে কোভিড সতর্কতা দেখা যায়নি সেভাবে৷ খুব অল্প সংখ্যক মানুষের মুখএ দেখা মিলেছে মাস্কের৷ এই আবহে য়েকোনও একটি জনসভা সুপারস্প্রেডার ইভেন্টে পরিণত হতে পারে৷  ট্রেন্ডিং স্টোরিজ

২০২১ সালে বাংলা, কেরল, তামিলনাড়ু সহ পাঁচ রাজ্যের বিধানসভার নির্বাচনের সময় কমিশনের বিধিনিষেধ সত্ত্বও করোনাবিধি লঙ্ঘন করে জনসভা নির্বাচনী প্রচার চলেছে দেশে৷ তারপরই করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ে দেশে৷ মৃত্যু মিছিল শুরু হয় অক্সিজেের অভাবে৷ ওমিক্রনের জেরে এহেন পরিস্থিতি না তৈরি হয়, তার জন্য আগেভাগে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন খোদ মোদী৷ বৃহস্পতিবার ওমিক্রন সংক্রান্ত এক জরুরি বৈঠকে নরেন্দ্র মোদী সরকারি আধিকারিকদের বেশ কিছউ নির্দেশ দেন৷ এই পরিস্থিতিতে আসন্ন উত্তরপ্রদেশ নির্বাচনের জেরে যাতে করোনা না ছড়িয়ে পড়ে, তাই কমিশন ও মোদীর কাছে বিশেষ আর্জি এলাহাবাদ হাই কোর্টের৷

এ প্রসঙ্গে বিচারপতি শেখর যাদব বলেন, ‘যদি মিছিল বন্ধ না করা হয়, তাহলে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের থেকেও খারাপ অবস্থা হবে৷ জীবন থাকলে, পৃথিবীও থাকবে৷’ এদিকে নির্বাচন কমিশনকে উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচন পিছিয়ে দেওয়ার অনুরোধও জানাল এলাহাবাদ হাইকোর্ট৷ বেড়ে চলা ওমিক্রন সংক্রমণ এবং তৃতীয় ঢেউয়ের আশঙ্কার কথা মাথায় রেখেই এই অনুরোধ৷ প্রসঙ্গত, আগামী বছরের প্রথম দিকে উত্তর প্রদেশে এই নির্বাচন হওয়ার কথা৷ তবে এই নির্বাচনের জেরে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা করছে উচ্চ আদালত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.