রাশিয়ার উপর বড়সর অর্থনৈতিক অবরোধ করার উদ্যোগ নিয়েছিল আমেরিকা। ৩৭০জন রাশিয়ানের বিরুদ্ধে জরিমানাও আরোপ করেছিল আমেরিকা। আর এনিয়ে এবার পালটা চাল দিল রাশিয়া। এক ঝাঁক মার্কিন পদস্থ কর্তার রাশিয়াতে প্রবেশের ক্ষেত্রে জারি করা হল নিষেধাজ্ঞা। এনিয়ে ১৩জনের তালিকাও তৈরি করেছে রাশিয়া। তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিংকেন, প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন,. সিআইএ চিফ উইলিয়াম বার্নস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুভিলিয়ন, প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন সহ কয়েকজনের নাম এই তালিকায় রয়েছে।
তবে রাশিয়ার বিদেশমন্ত্রী জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে সরকারি যে সম্পর্ক সেটা বজায় রাখা হচ্ছে। এদিকে ইউক্রেনের পরিস্থিতি ক্রমেই ঘোরালো হয়েছে গত কয়েকদিন ধরে। ইতিমধ্যেই কিভ শহরের মেয়র দুরাতের কার্ফু জারি করেছে। তাঁর দাবি আরও ভয়ঙ্কর সময় আসতে চলেছে। এদিকে রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেনে নাগাড়ে বোমা বর্ষণ হচ্ছে। যুদ্ধবিরতির জন্য কিভ বার বার যোগাযোগ বজায় রাখছে মস্কোর সঙ্গে। পোল্য়ান্ড, চেজ রিপাবলিক ও স্লোভানিয়ার প্রধানমন্ত্রীরা কিভে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদামির জেলেনেস্কির সঙ্গে আলোচনায় বসতে চাইছেন। এই বৈঠক যদি বাস্তবে হয় তবে রাশিয়ার যুদ্ধ ঘোষণার পর থেকে এটাই হবে ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে অন্য় দেশের প্রথম সরাসরি মিটিং হবে।