লরি-ট্রেলার মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩ জনের মৃত্যু হল। মঙ্গলবার সকালে জলপাইগুড়ির ময়নাগুড়িতে দুর্ঘটনা ঘটেছে। ট্রেলারে দোমোহনীর দিকে যাচ্ছিলেন প্রায় ২০ জন শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, উল্লাডাবরি এলাকায় ট্রেলার এবং লরির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের জেরে ট্রেলার থেকে ছিটকে পড়ে যান ২০ জন শ্রমিক। ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়েছে বলে দাবি স্থানীয়দের। বাকি শ্রমিকরা জখম হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
ওই ২০ জন শ্রমিক রেলের কাজ করেন। মঙ্গলবার কাজের জন্যই দোমোহনীর দিকে যাচ্ছিলেন তাঁরা। সেই সময়ই উল্টো দিক থেকে আসা একটি ১০ চাকার লরির সঙ্গে সংঘর্ষ বাধে ট্রেলারটির। জখম শ্রমিকদের উদ্ধার করেন স্থানীয়রাই। প্রথমে তাঁদের ময়নাগুড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে ওই শ্রমিকদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়েছে। জখম শ্রমিকদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। মৃত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।