এই মুহূর্তে কাশ্মীর উপত্যকায় সক্রিয় রয়েছে কমপক্ষে ২০০ জন জঙ্গি, চলতি বছর শেষ হওয়ার আগেই এই সংখ্যা কমানো হবে। আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়ে দিলেন চিনার কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি পি পান্ডে। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, “এই মুহূর্তে কাশ্মীর উপত্যকায় সক্রিয় রয়েছে কমপক্ষে ২০০ জন জঙ্গি, চলতি বছর শেষ হওয়ার আগেই এই সংখ্যা কমানো হবে। আমার বিশ্বাস চলতি বছর শেষ হওয়ার আগেই এই সংখ্যা হ্রাস করা হবে।”
সংঘর্ষ-বিরতি প্রসঙ্গে চিনার কর্পস কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ডি পি পান্ডে জানিয়েছেন, “নিয়ন্ত্রণরেখা বরাবর ভারতীয় নাগরিকরা যাতে শান্তিতে থাকতে পারেন এবং তাঁদের যত্ন নেওয়া যায়, তা নিশ্চিত করতেই সংঘর্ষ-বিরতির সিদ্ধান্ত। যতবারই সংঘর্ষ-বিরতির লঙ্ঘনের ঘটনা ঘটেছিল, প্রতিবারই নিশানায় ছিলেন আমাদের জনগণ।”
2021-06-24