দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে চাকা ফেটে আটকে পড়ল যাত্রীবাহী বিমান। শনিবার দমদম বিমানবন্দরের ট্যাক্সি বে-তে ঘটনাটি ঘটে। তবে এতে যাত্রী বা বিমানকর্মীদের কোনও ক্ষতি হয়নি।
শনিবার এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী বিমানে পুশব্যাকের পর রানওয়েতে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটি খুঁজে পান চালকরা। বিমানটিকে ফের টার্মিনালে ফেরানোর অনুমতি চান তাঁরা। ATC-র অনুমতি নিয়ে টার্মিনালে ফেরার সময় ফেটে যায় বিমানের একটি চাকার টায়ার। সেখানেই দাঁড়িয়ে পড়ে বিমানটি।ট্রেন্ডিং স্টোরিজ
ঘটনায় যদিও যাত্রী বা বিমানকর্মীদের কোনও ক্ষতি হয়নি। তাঁদের নিরাপদে নামিয়ে নিয়ে আসেন বিমানবন্দরের কর্মীরা। এর পর বিমানটিকে ট্যাক্সি বে থেকে সরানোর প্রক্রিয়া শুরু হয়। ঘটনার জেরে দীর্ঘক্ষণ আটকে থাকে বিমানবন্দরের মূল ট্যাক্সি বে-গুলির একটি। যার জেরে বিকল্প ট্যাক্সি বে দিয়ে বিমান চালাতে হয় ATC-কে।