কোভ্যাক্সিনের তৃতীয় ডোজে ভালো ফল মিলেছে, প্রিকশন ডোজ শুরুর আগেই দাবি ICMR-র

1/6কোভ্যাক্সিনের তৃতীয় ডোজে ভালো ফল মিলেছে। এমনই দাবি করল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

কোভ্যাক্সিনের তৃতীয় ডোজের সুবিধার প্রসঙ্গে আইসিএমআরের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে কোভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার ছ'মাস পর কোভ্যাক্সিনের বুস্টার ডোজ নিলে সুরক্ষা এবং অনাক্রম্যতা সংক্রান্ত ভালো ফল মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/6কোভ্যাক্সিনের তৃতীয় ডোজের সুবিধার প্রসঙ্গে আইসিএমআরের তরফে জানানো হয়েছে, প্রাথমিকভাবে কোভ্যাক্সিনের দুটি ডোজ নেওয়ার ছ’মাস পর কোভ্যাক্সিনের বুস্টার ডোজ নিলে সুরক্ষা এবং অনাক্রম্যতা সংক্রান্ত ভালো ফল মিলেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
আইসিএমআরের তরফে দাবি করা হয়েছে, বুস্টার ডোজের পরে সার্স-কোভ২-র বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/6আইসিএমআরের তরফে দাবি করা হয়েছে, বুস্টার ডোজের পরে সার্স-কোভ২-র বিরুদ্ধে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
A health worker holds a bottle of Covaxin Covid-19 vaccine at a vaccination center set up at Maulana Azad Medical College in New Delhi, India, on Monday, Jan. 3, 2022. India may see a spurt in the Covid-19 growth rate within days and head into an intense but short-lived virus wave as the highly-infectious omicron variant moves through the crowded nation of almost 1.4 billion. Photographer: T. Narayan/Bloomberg (Bloomberg)
4/6A health worker holds a bottle of Covaxin Covid-19 vaccine at a vaccination center set up at Maulana Azad Medical College in New Delhi, India, on Monday, Jan. 3, 2022. India may see a spurt in the Covid-19 growth rate within days and head into an intense but short-lived virus wave as the highly-infectious omicron variant moves through the crowded nation of almost 1.4 billion. Photographer: T. Narayan/Bloomberg (Bloomberg)
এমনিতে সোমবার থেকে দেশজুড়ে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং কো-মর্বিডিটি থাকা প্রবীণ নাগরিকদের করোনাভাইরাস টিকার তৃতীয় ডোজ দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/6এমনিতে সোমবার থেকে দেশজুড়ে প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মী এবং কো-মর্বিডিটি থাকা প্রবীণ নাগরিকদের করোনাভাইরাস টিকার তৃতীয় ডোজ দেওয়া হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
প্রিকশন ডোজ হিসেবে কোভ্যাক্সিনও দেওয়া হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নও ব্যক্তি করোনাভাইরাসের যে টিকার ডোজ নিয়েছেন, প্রিকশন ডোজের ক্ষেত্রেও সেই টিকা দেওয়া হবে। আগে যে টিকা দেওয়া হয়েছে, সেই টিকারই সতর্কতামূলক বা প্রিকশন ডোজ মিলবে। যাঁরা কোভ্যাক্সিন পেয়েছিলেন, তাঁরা কোভ্যাক্সিন পাবেন। যাঁরা প্রথম দু'বার কোভিশিল্ড পেয়েছেন, তাঁরা এবারও পাবেন কোভিশিল্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 
6/6প্রিকশন ডোজ হিসেবে কোভ্যাক্সিনও দেওয়া হবে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, নও ব্যক্তি করোনাভাইরাসের যে টিকার ডোজ নিয়েছেন, প্রিকশন ডোজের ক্ষেত্রেও সেই টিকা দেওয়া হবে। আগে যে টিকা দেওয়া হয়েছে, সেই টিকারই সতর্কতামূলক বা প্রিকশন ডোজ মিলবে। যাঁরা কোভ্যাক্সিন পেয়েছিলেন, তাঁরা কোভ্যাক্সিন পাবেন। যাঁরা প্রথম দু’বার কোভিশিল্ড পেয়েছেন, তাঁরা এবারও পাবেন কোভিশিল্ড। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.