কৃষকদের ওপরে সরকারের অত্যাচার নেমে এলে “শিখ রেজিমেন্ট” নাকি অস্ত্র হাতে কৃষকদের পাশে দাঁড়াবে কৃষকদের সমর্থনে। এরকম একটা খবর নাকি ফেসবুক টুইটার বা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়েছে। আরো মজার বিষয় হল এই খবর যদি সত্যি হয়ে থাকে তাহলে তাদের(অর্থাৎ যারা এরকম পোস্ট বা কমেন্ট করছেন) মতে গৃহযুদ্ধ অনিবার্য।
প্রশ্ন হল এরকম খবর কিছু থাকলে সেটা সত্যি ভাবার বিষয় ,কারণ দেশের মধ্যে গৃহযুদ্ধ হতে চলেছে মানে সেটা জাতির জন্য ভয়ঙ্কর।
সব ঠিক আছে কিন্তু এই সংবাদ দেখলাম বহু বামপন্থী আগে ভাগেই দিচ্ছে। ওরা কি করে জানতে পারল এই বিষয়টা?
ভেতরের পরিকল্পনা এভাবে বামপন্থী বিপ্লবীরা বাইরে বলে ফেলছে, এটা কি অন্তর্ঘাত?
দলের অন্তর্ঘাত হলে ভাবতে যাব না, দেশের ভেতরে অন্তর্ঘাতের চেষ্টা করছে কিনা সেটা ভাবার বিষয়।
খবর কিন্তু বামপন্থীরা দিচ্ছে, সঠিক হোক বা ভুয়ো। অর্থাৎ সঠিক খবর হলে বামপন্থী ছাড়া কেও জানতে পারল না কেন? তাহলে পরিকল্পনা কাদের?
আর ভুয়ো খবর হলে, ওদের ইচ্ছে বা মানসিকতা হল দেশের ভেতরে অশান্তি বা গৃহযুদ্ধ শুরু করা।
অতনু লাহা