“ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট” – “সেকুলার” শব্দের সঠিক অর্থ ইহারও অজ্ঞাত

বঙ্গ রাজনীতির আকাশে চন্দ্র-তারকার ন্যায় একটি নতুন দলের আবির্ভাব হইয়াছে। এই দলটির নামটিও বড় খাসা, বঙ্গ সন্তানদের মনের মত একটি নাম। নাম টা শুনিলেই মনে হইবে ইহাদের অপেক্ষাতেই তো এতদিন দিন গুণা চলিয়াছে। দলটির নাম, “ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট”, আর দলনেতা ফুরফুরা শরীফের পিরজাদা আব্বাস সিদ্দিকি মহাশয়। বাম আমলে বাংলা মাধ্যম ইস্কুলে পড়ার দরুন ইংরাজি আমার কাঁচা, তাই দলটির নাম এবং দলনেতার বেশভূষা দেখিয়া চমকাইয়া উঠিলাম। অভিধানটি হাতে লইয়া আবার দেখিলাম আমি ‘সেকুলার’ শব্দটির সঠিক মানে জানি কি না।

অভিধানও আমার সুরে সুর মিলাইয়া কহিল ‘সেকুলার’ মানে ধর্মনিরপেক্ষ। ফেজ টুপি পরিহিত ওই পিরজাদা এখন বাম-কংগ্রেস জোটের সাথে আসন সমঝোতা লইয়া খুব ব্যস্ত। দলনেতা ‘ভাইজান’ একদা যুযুধান বাম এবং তাদের ডান (কংগ্রেস) কে ৭ই ফেব্রুয়ারি পর্যন্ত সময় সীমা বাধিয়া দিয়াছে। যেহেতু বাম (১০১ টি) এবং তাদের ডান (৯২ টি) আসন সমঝোতার মহান কাজটি আগেই সারিয়া রাখিয়াছে। তাই আশা করা যায় “সেকুলার” পিরজাদা বাকি ১০১ টি আসনে প্রাথী দিবে।

উহারা মূলত মুসলমান অধ্যুষিত অঞ্চল গুলা তেই প্রাথী দিয়া সেইখানে উহাদের “সেকুলারিজম” এর মহত্ত প্রচার করিবে। অধুনা “সেকুলার” ভাইজান মুসলমান অধ্যুষিত অঞ্চল গুলাতে খুব জনপ্রিয়তা লাভ করিয়াছে বলিয়া শোনা যায়। আর যাহা বুঝিলাম তাহা হইল আমার ন্যায় আমার অভিধানটিও বাম আমলে বাংলা মাধ্যম ইস্কুলে পড়াশোনা করিয়াছে। “সেকুলার” শব্দের সঠিক অর্থ ইহারও অজ্ঞাত।

Satabdi Bhattacharya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.