টানা আন্দোলনে নেমেছেন হবু ডাক্তাররা। অধ্যক্ষের পদত্যাগ সহ নানা দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন। আরজিকরে স্টুডেন্ট কাউন্সিল, অধ্য়ক্ষের পদত্যাগ সহ নানা দাবি রয়েছে তাঁদের। সেই দাবিতে অবস্থান, মিছিল সবই চলছে। কিন্তু জট কাটছে না কিছুতেই। এদিকে ইন্টার্নদের এই আন্দোলনের জেরে সবথেকে বেশি ভুগতে হচ্ছে রোগীদের। সূত্রের খবর, হাসপাতালের চিকিৎসা পরিষেবাও এবার ব্যহত হতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে কিছুটা হলেও বেগ পেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এদিকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিদের দাবি, এধরনের পরিস্থিতি চলতে থাকলে চিকিৎসা পরিষেবা দেওয়া কার্যত এবার অসম্ভব হয়ে যাবে।
এদিকে জট কাটানোর জন্য নানা চেষ্টা করছে সরকার। রাজ্য সরকারের তরফে ৬ সদস্যের কমিটিও তৈরি করা হয়েছে। সেই কমিটির তরফে আন্দোলনকারীদের সঙ্গে একপ্রস্থ আলোচনা করা হয়েছে। স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিস ভট্টাচার্যের সঙ্গেও আন্দোলনকারীদের আলোচনা হয়েছে। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না কিছুতেই। এদিকে গত ৯ই অক্টোবর থেকেই আন্দোলনের তীব্রতা ক্রমশ বেড়েছে। কর্মবিরতির কথাও ঘোষণা করেছিলেন ইন্টার্নরা। এর সঙ্গেই অধ্যক্ষের সামনেও বিক্ষোভ দেখিয়েছিলেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ মেডিকেল কলেজ থেকে আন্দোলনকারীদের বাড়িতে চিঠি পাঠিয়েও নানা হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। তবে প্রিন্সিপাল সেই সময় পালটা আন্দোলনকারীদের বহিরাগত বলে কটাক্ষ করেছিলেন।