ঋষিকেশ এইমস-এ প্রয়াত সুন্দরলাল বহুগুণা, ব্যথিত প্রধানমন্ত্রী

মারণ করোনাভাইরাস কেড়ে নিল আরও এক বিশিষ্ট ব্যক্তিত্বের প্রাণ। প্রয়াত হলেন চিপকো আন্দোলনের প্রধান মুখ সুন্দরলাল বহুগুণা। শুক্রবার দুপুরে উত্তরাখণ্ডের ঋষিকেশ এইমস-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ভারতের অন্যতম পরিবেশবিদ সুন্দরলাল বহুগুণা। ঋষিকেশ এইমস-এ করোনা-সহ বার্ধক্যজনিত অসুস্থতার কারণে চিকিৎসা চলছিল ৯৪ বছর বয়সী সুন্দরলালের৷ গত ৮ মে তিনি করোনা সংক্রমিত অবস্থায় এইমস-এ ভর্তি হয়েছিলেন৷ ঋষিকেশ এইমস-এর ডিরেক্টর রবিকান্ত জানিয়েছেন, “শুক্রবার দুপুর ১২.০৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সুন্দরলাল বহুগুণা।” বিশিষ্ট এই পরিবেশবিদ রেখে গেলেন স্ত্রী বিমলা, দুই ছেলে ও এক মেয়েকে।
উত্তরাখণ্ডের তেহরি জেলায় ৯ জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন সুন্দরলাল বহুগুণা। ১৯৭০ সালের চিপকো আন্দোলনের প্রধান মুখ তিনিই। পদ্মবিভূষণ-সহ বহু সম্মানে সম্মানিত ছিলেন তিনি। তেহরি বাঁধ নির্মাণেও ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। ৮৪-দিনের জন্য তিনি অনশন করেছিলেন। সুন্দরলাল বহুগুণার প্রয়াণে দুঃখিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতও। প্রধানমন্ত্রী টুইট করে শোকবার্তায় জানিয়েছেন, “সুন্দরলাল বহুগুণার জীবনাবসান দেশের জন্য অনেক বড় ক্ষতি। তাঁর সরলতা এবং মমত্ববোধ কখনও ভুলে যাওয়ার নয়। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওম শান্তি।” দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াতও। মুখ্যমন্ত্রী রাওয়াত জানিয়েছেন , ‘‘পাহাড়, জল, জঙ্গল, আর জমির পরিবেশকে যিনি সর্বাধিক গুরুত্ব দেন, মানুষকে নিজেদের অধিকার পাইয়ে দেওয়া শ্রী বহুগুণার প্রয়াস চির স্মরণীয় থাকবে, তাঁকে সকলেই মনে রাখবে৷” মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত টুইট করে জানিয়েছেন, ‘‘চিপকো আন্দোললেন প্রধান মুখ, বিশ্বে বৃক্ষের বন্ধু হিসেবে প্রসিদ্ধ মহান পরিবেশবিদ পদ্মবিভূষণ শ্রী সুন্দরলাল বহুগুণা জী-র প্রয়াণের পীড়াদায়ক খবর পাওয়া গিয়েছে৷ এই খবর শুনে মন খুব ব্যথিত৷ এটা শুধু উত্তরাখণ্ডের জন্যই নয়, সারা দেশের অপূরণীয় ক্ষতি৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.