দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সন্ত্রাসবাদীদের উপদ্রব ক্রমশ বেড়েই চলেছে। এবার দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায়, পুলওয়ামা প্রধান শহরে সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালাল সন্ত্রাসবাদীরা। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়েছে, এই জঙ্গি হামলায় হতাহতের কোনও খবর নেই। সুরক্ষিত রয়েছেন জওয়ানরা। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার পুলওয়ামা প্রধান শহরে সুরক্ষা বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসবাদীরা।
সৌভাগ্যবশত এই হামলায় হতাহতের কোনও খবর নেই। হামলা চালানোর পরই জঙ্গিরা পালিয়ে যায়। গোটা এলাকা ঘিরে চিরুনি তল্লাশি চালানো হয়। তবে, জঙ্গিদের কোনও খোঁজ পাওয়া যায়নি। জম্মু ও কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলাকারীদের পাকড়াও করতে গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালানো হচ্ছে।