Tathagata, Shyama Prasad, চিন্ময় কৃষ্ণ প্রভু ও শ্যামা প্রসাদের বন্দিদশার তুলনা তথাগতর

চিন্ময় কৃষ্ণ প্রভুর বন্দিদশার সঙ্গে শ্যামা প্রসাদ মুখার্জির বন্দিদশার তুলনা খুঁজলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

শুক্রবার তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “তুচ্ছ অভিযোগে চিন্ময় কৃষ্ণ প্রভুর বন্দি হওয়াটা ১৯৫৩ সালে শ্রীনগরে শেখ আবদুল্লাহর হাতে ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বন্দি হওয়ার মতোই। আবদুল্লাহ শ্যামা প্রসাদকে ধীরগতির বিষ প্রয়োগ করেছিলেন বলে বিশ্বাস করার কারণ আছে। নিদেনপক্ষে, হেফাজতে থাকাকালীন তাঁর চিকিৎসাকে অপরাধমূলকভাবে অবহেলা করা হয়েছিল। যার ফলে তিনি মারা যান। তারপর নেহেরু তাঁর মায়ের অনুরোধ সত্ত্বেও তাঁর মৃত্যুর বিষয়ে যে কোনও তদন্ত করাননি। চিন্ময় কৃষ্ণ প্রভুর ক্ষেত্রেও তেমন কিছু ঘটলে বাংলাদেশকে মূল্য দিতে হবে।

কিন্তু ভারতে আমরা মুসলমানদের পক্ষ নিই। সুতরাং ভারতে হোক বা বাংলাদেশে, মুসলমানরা উভয় জগতের সেরাটি পায় যখন হিন্দুরা দুভাবেই ছোট হয়। কারণ মোহনদাস গান্ধী এবং ‘চেলা’ নেহেরু এরকম নির্দেশ করেছিলেন। আর মনমোহন সিং সেটাই পুনর্ব্যক্ত করেছেন। এখন, এটা কি ন্যায়বিচার?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.