পঞ্জশির উপত্যকা দখল করতে ‘শয়ে শয়ে যোদ্ধাদের’ পাঠাচ্ছে তালিবান : রিপোর্ট

আগামিদিনে কি আরও রক্তাক্ত হতে চলেছে আফগানিস্তান? পঞ্জশির উপত্যকা নিয়ে তালিবান যে ঘোষণা করেছে বলে একাধিক সংবাদসংস্থায় জানানো হয়েছে, তা শুনে এমনই আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা। সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, পঞ্জশির উপত্যকা দখল করতে ‘শয়ে শয়ে যোদ্ধাদের পাঠাচ্ছে তালিবান। সেইসঙ্গে আফগানিস্তানে সরকার গঠনের তোড়জোড়ও শুরু করেছে। তারইমধ্যে আফগানিস্তানে আটকে থাকা প্রায় ৫৪০ জনকে রবিবার ভারতে নিয়ে এসেছে নয়াদিল্লি।23 Aug 2021, 01:32:55 AM IST

আফগানিস্তানে আটকে থাকা প্রায় ৫৪০ জনকে রবিবার ভারতে নিয়ে এসেছে নয়াদিল্লি

আফগানিস্তানে আটকে থাকা প্রায় ৫৪০ জনকে রবিবার ভারতে নিয়ে এসেছে নয়াদিল্লি। তাঁদের মধ্যে আফগানি, নেপালিরাও আছেন। ভারতীয়দের সংখ্যা ৪৭৫। মোট চারটি বিমান বিভিন্ন প্রান্ত থেকে ভারতে অবতরণ করেছে। 22 Aug 2021, 11:12:21 PM IST

পঞ্জশির উপত্যকা দখল করতে ‘শয়ে শয়ে যোদ্ধাদের’ পাঠাচ্ছে তালিবান : রিপোর্ট

এখনও পঞ্জশির উপত্যকা দখল করতে পারেনি তালিবান জঙ্গিরা। তাই এবার সেই উপত্যকা দখল করতে ‘শয়ে শয়ে যোদ্ধাদের’ পাঠানো হচ্ছে। তালিবানকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা। 

পঞ্জশির উপত্যকা দখল করতে 'শয়ে শয়ে যোদ্ধাদের' পাঠাচ্ছে তালিবান : রিপোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)
পঞ্জশির উপত্যকা দখল করতে ‘শয়ে শয়ে যোদ্ধাদের’ পাঠাচ্ছে তালিবান : রিপোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স)

22 Aug 2021, 10:03:00 PM IST

আফগানিস্তানে সরকার গঠনের বিষয়ে শীঘ্রই ঘোষণা তালিবানের : রিপোর্ট

আফগানিস্তানে নয়া সরকার গঠনের বিষয়ে শীঘ্রই ঘোষণা করবে তালিবান। টোলো নিউজকে উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা এএনআই। তালিবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, ‘কাবুলে নেতাদের সঙ্গে আমাদের দেখা করেছে আমাদের রাজনৈতিক নেতারা। তাদের মতামত গুরুত্বপূর্ণ। আলোচনা চলছে। ইনশাল্লাহ, শীঘ্রই সরকারের বিষয়ে ঘোষণা করা হবে।’

কাবুলে তালিবান জঙ্গিরা। (ছবি সৌজন্য পিটিআই)
কাবুলে তালিবান জঙ্গিরা। (ছবি সৌজন্য পিটিআই)

22 Aug 2021, 08:40:53 PM IST

দোহা থেকে দেশে ফিরছেন আফগানে আটকে পড়া ১৪৮ জন ভারতীয়

দোহা থেকে দেশে ফেরানো হচ্ছে ১৪৬ জন ভারতীয়কে। দ্বিতীয় দফায় আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফেরানো হচ্ছে দোহা থেকে। 22 Aug 2021, 04:51:34 PM IST

কাবুল বিমানবন্দরে ‘বিশৃঙ্খলার’ জন্য আমেরিকার ঘাড়ে দোষ চাপাল তালিবান

কাবুল বিমানবন্দরে ‘বিশৃঙ্খলার’ জন্য আমেরিকার ঘাড়ে দোষ চাপাল তালিবান।

কাবুল বিমানবন্দরে আফগানরা। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)
কাবুল বিমানবন্দরে আফগানরা। (ফাইল ছবি, সৌজন্য পিটিআই)

22 Aug 2021, 03:06:16 PM IST

দেশে ফিরতে মরিয়া কাবলে আটকে থাকা ভারতীয়রা

আফগানিস্তান থেকে দেশে ফেরাতে বিদেশ মন্ত্রকের তরফে বিশেষ সেল খোলা হয়েছিল। সেখানে যুদ্ধ-বিধ্বস্ত দেশটি থেকে ৫ দিনে ২ হাজারা ফোন এসেছে, জানাল বিদেশ মন্ত্রকের এক সূত্র। এদিকে বিদেশ মন্ত্রকের তরফে হোয়্যাটসঅ্যাপে প্রায় ৬ হাজার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আর ১ হাজার ২০০-রও বেশি সংখ্যক মেলের উত্তর পাঠানো হয়েছে।22 Aug 2021, 02:56:13 PM IST

আফগানিস্তান থেকে ভারতে ফিরল ৩ বিমান, যাত্রীরা ভাসলেন আবেগে

ক্রমশ খারাপ হচ্ছে কাবুল বিমানবন্দরের পরিস্থিতি। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরানোর প্রক্রিয়ায় আরও গতি আনা হয়েছে। রবিবার ইতিমধ্যে তিনটি বিমান ভারতে পৌঁছে গিয়েছে। কাবুল থেকে গাজিয়াবাদের হিন্দন বায়ুঘাঁটিতে নেমেছে ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান। দেখুন ভিডিয়ো -https://www.youtube.com/embed/Fgin27lGANc22 Aug 2021, 12:59:27 PM IST

বর্তমানে কাবুল বিমাবন্দরের ভিতরে ১৮ হাজার মানুষ

বর্তমানে কাবুল বিমাবন্দরের ভিতরে ১৮ হাজার মানুষ। বর্তমান গতিতে উদ্ধার কাজ চলতে থাকে তাহলে এদেরকে কাবুল থেকে বের করতে অন্তত পাঁচদিন লাগবে। 22 Aug 2021, 12:57:51 PM IST

গতকাল কাবুল বিমানবন্দরের বাইরে ৭ জনের মৃত্যু

গতকাল কাবুল বিমানবন্দরের বাইরে ৭ জনের মৃত্যু হয়েছে গরমে এবং বিক্ষিপ্তি গুলি চলার ঘটনায়। তবে কোন ক্ষেত্রে কতজন মারা গিয়েছেন, তা স্পষ্ট ভাবে জানা যায়নি। 22 Aug 2021, 12:45:56 PM IST

‘স্বপ্নেও ভাবিনি তালিবান এত সহজে ফিরবে’

হিন্দুস্তান টাইমসকে এক বার্তয় ভারতের আইএমএ-তে প্রশিক্ষণপ্রাপ্ত এক আফগান সৈনিক বলেন, ‘আমরা কোনওদিন আমাদের দুঃস্বপ্নেও ভাবিনি যে এক সহজে তালিবান ফের ফিরে আসতে পারে। আমাদের নেতারা আমাদের বেচে দিয়েছেন। সরকার পড়ে গিয়েছিল। আমাদের শীর্ষ কমান্ডাররা আত্মসমর্পণ করলেন। আমরা আমাদের সার্ভিস অস্ত্র লুকিয়ে ফেললাম। ইউনিফর্ম লুকিয়ে ফেললাম। আমরা তালিবানের থেকে লুকিয়ে পালিয়েছি । 22 Aug 2021, 12:01:37 PM IST

স্বস্তির হাসি

বিগত বেশ কয়েকদিন ধরেই তালিবানি তাণ্ডবের আশঙ্কা আফগানিস্তান ছাড়ার হিড়িক দেখা গিয়েছে। কাবুল বিমানবন্দরে দেখা গিয়েছে সাধারণ আফগানিের ভিড়। প্রবল গরমে সেখানে অসুস্থ হয়ে পড়ছিলেন বহু শিশু। প্রাচীরের কাঁটাতার পার করে নিজের শিশুকে সেনার হাতেও তুলে ধরতে দেখা গিয়েছে অনেককে। এইসব হৃদয়বিদারক দৃশ্যের মাঝেই গাজিয়াবাদে আজ দেখা গেল অন্য চিত্র। আফগানিস্তান থেকে ভারতে আসা ১৬৮ জনের মধ্যে রয়েছে এক ছোট্ট শিশু। ভারতে এসে তার মুখে যেন স্বস্তির হাসি।22 Aug 2021, 11:58:34 AM IST

কাবুল থেকে ভারতে আসা ১৬৮ জনের আরটিপিসআর টেস্ট

কাবুল থেকে ভারতে আসা ১৬৮ জনের আরটিপিসআর টেস্ট করা হচ্ছে গাজিয়াবাদে। 22 Aug 2021, 11:50:24 AM IST

ভারতে পা রেখেই ভেঙে পড়লেন আফগান সাংসদ

আফগানিস্তান থেকে ভারতে ফিরলেন সেদেশের সাংসদ নরেন্দর সিং খালসা। উল্লেখ্য, নরেন্দরের বাবাও সাংসদ ছিলেন আফগান সংসদে। তিনি ২০১৮ সালে জালালাবাদ বিস্ফোরণে মারা গিয়েছিলেন। এদিকে এদিন বিমানবন্দরে পা রাখতেই নরেন্দরকে ঘিরে ধরেছিল সংবাদিকরা। তবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কোনও কথআ বলতে পারলেন না আফগান সাংসদ। আবেগপ্রবণ নরেন্দর ক্যআমেরার সামনেই ভেঙে পড়েন। রুমাল দিয়ে চোখ ঢেকে ফেলেন। শেষ পর্যন্ত কোনরকমে বলেন, বিগত ২০ বছর ধরে যে সরকার গড়া হয়েছিল, সেই সবকিছু শেষ হয়ে গিয়েছেন। 22 Aug 2021, 11:40:31 AM IST

তালিবান-পঞ্জশির মধ্যস্থতায় রাশিয়া

তালিবান-পঞ্জশির মধ্যস্থতায় রাশিয়ান রাষ্ট্রদূ। জানা গিয়েছে তালিবান রাশিয়ান রাষ্ট্রদূতকে পঞ্জশিরের  বিদ্রোহীদের কাছে বার্তা পৌঁছে দিতে আবেদন জানিয়েছে যে তারা রাজনৈতিক মধ্যস্থতায় রাজি। এদিকে গতাকল রাত থেকে বহু পাকিস্তানি টুইটার হ্যান্ডেলে ভুয়ো খবর ছড়ানো হয় যে পঞ্জশির বিদ্রোহের অন্যতম মুখ আহমেদ মাসুদ তালিবানের সঙ্গে মধ্যস্থতায় রাজি হয়েছেন। অবশ্য জানা গিয়েছে দুই পক্ষের আলোচনা জারি রয়েছে। শনিবার পশ্জশিরের বহু ব্যক্তির সঙ্গে কাবুলে বৈঠক করেছিলেন গত সরকার এবং তালিবানের মধ্যকার মধ্যস্থতাকারী আবদুল্লাহ আবদুল্লাহ। আলোচনায় রয়েছেন হামিদ কারজাইও।22 Aug 2021, 10:42:02 AM IST

দেশে ফিরলেন আরও ১০৭ জন ভারতীয়

আফগানিস্তান থেকে দেশে ফিরলেন আরও ১০৭ জন ভারতীয় নাগরিক। গাজিয়াবাদের হিন্ডনে বায়ুসেনা ঘাঁটিতে বিমানটি অবতরণ করে। সবমিলিয়ে রবিবার ১৯৪ জন দেশের নাগরিককে নিরাপদে নিয়ে আসা সম্ভব হয়েছে। আজ ৩০০ জন ভারতীয়কে দেশে ফেরানোর চেষ্টা করছে ভারত সরকার। 22 Aug 2021, 10:39:34 AM IST

কাবুল বিমানবন্দরে কাঁদানে গ্যাঁস মার্কিন সেনার

কাবুল বিমানবন্দরে কাঁদানে গ্যাঁসের শেল ছুঁড়লেন মার্কিন সেনা। কাবুল বিমানবন্দরের বাইরের করুণ চিত্রের কোনও বদল নেই। এরই মাঝে বিমানবন্দরের গেটের বাইরে হামলা চালানো হতে পারে আশঙ্কা করা হচ্ছে।22 Aug 2021, 10:23:47 AM IST

কাবুলকে স্বাভবিক ছন্দে ফেরানোর তাগিদ

তালিবানের তরফে আব্দুল রহমান মনসৌর নামে একজনকে কাবুলের অস্থায়ী গর্ভনর হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর সঙ্গে শনিবার হামিদ কারজাই দীর্ঘক্ষণ বৈঠক করেন। কাবুলের জনজীবন স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে তাঁদের মধ্যে আলোচনা হয় বলে জানা গিয়েছে।22 Aug 2021, 10:14:45 AM IST

তুরস্কে আটক আফগান শরণার্থীরা

তুরস্কে আটক আফগান শরণার্থীরা। আফগানিস্তান থেকে পালিয়ে তুরস্কে পৌঁছতে সমর্থ হয়েছিলেন এই শরণার্থীরা। তবে তুরস্ক আগেই জানিয়েছিল যে তারা আর কোনও শরণার্থী নিতে পারবে না। এর জন্য ইরানের সঙ্গে সীমান্তে বিশাল প্রাচীর তৈরি করছে তুরস্ক। 22 Aug 2021, 10:13:01 AM IST

হামলা চালাতে পারে ISIS

হামলা চালাতে পারে আইএসআইএস জঙ্গিরা, এই কারণে আপাতত কাবুল বিমানবন্দরে আসতে বারণ করা হল মার্কিন নাগরিকদেক। তাঁদের বলা হয়েছে, যখন মার্কিন সেনার তরফে আসতে বলা হবে, তখনই যাতে তাঁরা বিমানবন্দরে আসে।22 Aug 2021, 09:43:54 AM IST

মার্কিন সেনা প্রত্যাহারের সমালোচনায় টনি ব্লেয়ার

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। আমেরিকা ও ন্যাটোর সেনা প্রত্যাহারকে অপ্রয়োজনীয় আখ্যা দিয়ে তিনি একটি ব্লগ পোস্টে লেখেন, আমেরিকা ও পশ্চিমা শক্তিগুলির এই সিদ্ধান্তে অনিশ্চয়তার মুখে পড়তে হল গোটা বিশ্বকে। 22 Aug 2021, 08:16:59 AM IST

কাবুলে আটকে পড় ১৩৫ জনকে দোহা হয়ে দেশে ফেরাচ্ছে ভারত

কাবুলে আটকে পড় ১৩৫ জনকে দোহা হয়ে দেশে ফেরাচ্ছে ভারত। গতকাল এই ভারতীয়দের তালিবান নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল বলে খবর প্রকাশিত হলেও তালিবান সেই খবর অস্বীকার করে। এদিকে ভারত সরকারের পক্ষেও এই খবরের সত্যি-মিথ্যা নিয়ে মুখ খোলা হয়নি। তবে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর যে দোহা হয়ে সেই ভারতীয়দের দেশে ফেরানো হবে।22 Aug 2021, 08:16:59 AM IST

তাজিকিস্তান থেকে ভারতের উদ্দেশে যাত্রা ভারতীয়দের

কাবুল থেকে গতকাল রাতেই তাজিকিস্তানে উড়ে গিয়েছিলেন ৮৭ জন ভারতীয় এবং ২ জন নেপালি। ভারতীয় বিমান বাহিনর বিশেষ বিমানে করে কাবুল থেকে তাঁদের সরানো হয় অন্যত্র। এরপর তাজিকিস্তান থেকে গতরাতে এয়ান ইন্ডিয়ার বিশেষ বিমান করে তাঁদের ভারতে আনা হয়। 22 Aug 2021, 08:17:00 AM IST

দু’টি করে বিমান চালাতে পারবে ভারত

আফগানিস্তান থেকে ভারতীয়দের বের করে আনতে প্রতিদিন দু’টি করে বিমান ওঠা-নামা করানোর অনুমতি পেল ভারত। তালিবানের হাতে দখল হয়ে যাওয়ার পর আফগানিস্তানে আটকে পড়া মানুষকে দেশে ফেরানোর জন্য আমেরিকা এবং NATO-র তরফে এই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে কেন্দ্রের তরফে।22 Aug 2021, 08:17:00 AM IST

আফগান সংখ্যালঘুদের ভারতে আসতে বাধা তালিবানের

এদিকে ভারতে আসতে পেরে কেন্দ্র এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান আফগান সেনেটর সেনেটর আনারকলি কউরও। উল্লেখ্য, প্রাথমিক ভাবে জানা গিয়েছিল যে আফগান সংখ্যালঘুদের ভারতে আসতে বাধা দিচ্ছে তালিবান। প্রায় ৭২ জনকে বিানবন্দর থেকে ফেরত পাঠানোর খবরও প্রকাশিত হয় বিভিন্ন সংবাদমাধ্যমে। পরে গতকাল রাতে তাঁরা ফের কাবুল বিমানবন্দরে আসতে সক্ষম হন। 22 Aug 2021, 08:17:00 AM IST

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.