আসামসহ দেশের অন্যান্য রাজ্যে যখন লাভ জিহাদের বিরুদ্ধে আইন প্রণয়নের বিরোধিতায় মুখর লিবারেল এবং বামপন্থীরা, তখন দেশের একাধিক রাজ্য থেকে লাভ জিহাদের একাধিক ঘটনার খবর আসছে। এবার ঘটনা আসামের শিলচর শহরের। যেখানে অপহরণের ৫ মাস পরে এক হিন্দু নাবালিকাকে উদ্ধার করলো পুলিশ। তবে অপহরণকারী করিমুল লস্কর পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনা গত ৭ই ডিসেম্বর তারিখের।
জানা গিয়েছে, ওই হিন্দু নাবালিকা শহরের সিলকুড়ি এলাকার বাসিন্দা। লক ডাউনের সময়ে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে মেহেরপুরে নিজের বাড়িতে নিয়ে আসে করিমুল লস্কর। পাশপাশি, করিমুল ওই নাবালিকার পরিবারকে ফোনে হুমকি দেয় যে, যদি পুলিশের কাছে অভিযোগ জানানো হয়, তাহলে তাদের মেয়ের অবস্থা খুব খারাপ হবে। একথা শুনে ভয় পেয়ে যায় ওই নাবালিকার দরিদ্র পরিবার। এভাবে কেটে যায় কয়েকমাস।
কিছুদিন আগেই ওই নাবালিকার এক আত্মীয় বিষয়টি জানান স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের সদস্যদের। ঘটনা জানার পরই সক্রিয় হয় পরিষদের সদস্যরা। তাঁরা নাবালিকার পরিবারের সদস্যদের নিয়ে সদর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই সদর থানার ওসি দূতিমনি গোস্বামী পুলিশবাহিনী নিয়ে মেহেরপুরে করিমুল লস্করের বাড়িতে অভিযান চালান। পুলিশের আসার খবর পেয়ে নাবালিকাকে ফেলে বাড়ি ছেড়ে পালিয়ে যায় করিমুল ও তাঁর ভাই। পুলিশ উদ্ধার করে ওই নাবালিকাকে। পরে কোর্টে তোলা হলে ওই নাবালিকাকে তাঁর পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন বিচারক।