বৃহস্পতিবার বড় পর্দায় রশিদদের বিশ্বকাপ সেমিফাইনাল, কী কী থাকছে আফগানিস্তানের ফ্যান পার্কে

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছেন রশিদ খানেরা। বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর থেকেই আফগানেরা উৎসব মেতে রয়েছেন। সেমিফাইনাল ম্যাচের জন্য বিশেষ আয়োজন করা হয়েছে কাবুলে।

আফগানিস্তানের রাস্তায়, পার্কে, মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। সাধারণ মানুষের এই উৎসবে সামিল দেশের তালিবানেরাও। খেলার মাঠে এত বড় সাফল্য দ্বিতীয় নেই আফগানিস্তানের। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল ঘিরেই আনন্দে মেতেছেন সকলে।

বাংলাদেশকে হারানোর পর আফগানিস্তানের ক্রিকেটপ্রেমী জনতার উন্মাদনার নানা ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তাঁদের সেই উৎসব, উচ্ছ্বাসে বাড়তি মাত্রা যোগ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) একটি উদ্যোগ। এসিবি বুধবার জানিয়েছে, কাবুল ক্রিকেট গ্রাউন্ডকে বৃহস্পতিবার পরিণত করা হবে ফ্যান পার্কে। বড় স্ত্রিনে খেলা দেখানো হবে। ক্রিকেটপ্রেমীদের জন্য থাকবে বিনামূল্যে খাদ্য এবং পানীয়ের ব্যবস্থা। ফ্যান পার্কে থাকছে না কোনও প্রবেশ মূল্যও। দেশের ক্রিকেটপ্রেমীদের বড় পর্দায় খেলা দেখার আমন্ত্রণ জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেট কর্তারা। ওয়েস্ট ইন্ডিজ় থেকে সমর্থকদের ভিডিয়ো বার্তা পাঠিয়েছেন অধিনায়ক রশিদও। পাশে থাকার আর্জি জানিয়েছেন তিনি।

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-0&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1805877148902674540&lang=en-gb&origin=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create&sessionId=c72f82c3c269f8bda94b033f002110b9e5e299c0&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

https://platform.twitter.com/embed/Tweet.html?dnt=false&embedId=twitter-widget-1&features=eyJ0ZndfdGltZWxpbmVfbGlzdCI6eyJidWNrZXQiOltdLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X2ZvbGxvd2VyX2NvdW50X3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9iYWNrZW5kIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19yZWZzcmNfc2Vzc2lvbiI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZm9zbnJfc29mdF9pbnRlcnZlbnRpb25zX2VuYWJsZWQiOnsiYnVja2V0Ijoib24iLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X21peGVkX21lZGlhXzE1ODk3Ijp7ImJ1Y2tldCI6InRyZWF0bWVudCIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfZXhwZXJpbWVudHNfY29va2llX2V4cGlyYXRpb24iOnsiYnVja2V0IjoxMjA5NjAwLCJ2ZXJzaW9uIjpudWxsfSwidGZ3X3Nob3dfYmlyZHdhdGNoX3Bpdm90c19lbmFibGVkIjp7ImJ1Y2tldCI6Im9uIiwidmVyc2lvbiI6bnVsbH0sInRmd19kdXBsaWNhdGVfc2NyaWJlc190b19zZXR0aW5ncyI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdXNlX3Byb2ZpbGVfaW1hZ2Vfc2hhcGVfZW5hYmxlZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdmlkZW9faGxzX2R5bmFtaWNfbWFuaWZlc3RzXzE1MDgyIjp7ImJ1Y2tldCI6InRydWVfYml0cmF0ZSIsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfbGVnYWN5X3RpbWVsaW5lX3N1bnNldCI6eyJidWNrZXQiOnRydWUsInZlcnNpb24iOm51bGx9LCJ0ZndfdHdlZXRfZWRpdF9mcm9udGVuZCI6eyJidWNrZXQiOiJvbiIsInZlcnNpb24iOm51bGx9fQ%3D%3D&frame=false&hideCard=false&hideThread=false&id=1805885017668649163&lang=en-gb&origin=http%3A%2F%2Fmgmt-abp.ttef.in%2Fwp-admin%2Fadmin.php%3Fpage%3Dworkspace_create&sessionId=c72f82c3c269f8bda94b033f002110b9e5e299c0&theme=light&widgetsVersion=2615f7e52b7e0%3A1702314776716&width=550px

সব মিলিয়ে আফগানিস্তান জুড়ে এখন উৎসবের মেজাজ। সেমিফাইনালের ফল নিয়ে কেউই ভাবছেন না প্রায়। রশিদদের থেকে সেরা উপহার যেন তাঁরা পেয়েই গিয়েছেন। এসিবি কর্তারা মনে করছেন, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রশিদের দল ফাইনালে উঠলে বৃহস্পতিবার অঘোষিত ছুটি পালন করতে পারেন ক্রিকেটপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.