রাম মন্দির : রাষ্ট্রপতি দিলেন ৫০০১০০ টাকার চেক, শুরু হল অর্থ সংগ্রহ অভিযান

দেশের প্রথম নাগরিকের নিধি সমর্পণের মাধ্যমে শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হল শ্রী রাম জন্মভূমি নিধি সমর্পণ অভিযান । এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরির কাছে রাম মন্দির নির্মাণের জন্য পাঁচ লক্ষ একশ টাকার একটি চেক হস্তান্তর করেন।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ১১টা ৫ মিনিটে শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর কেন্দ্রীয় নির্বাহী অলোক কুমারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন। প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে রামমন্দির ভবন নির্মাণ কমিটির সভাপতি নৃপেন্দ্র মিশ্র এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দিল্লি প্রান্তের সঙ্ঘচালক কুলভূষণ আহুজও ছিলেন। এর এমাধ্যমে শুক্রবার (১৫ জানুয়ারি) থেকে অযোধ্যার রাম জন্মভূমির উপরে নির্মিত হতে চলা ভব্য মন্দির নির্মাণের জন্য সারা দেশ থেকে রাম ভক্তদের নিধি সংগ্রহ অভিযান শুরু হয়ে গেল।

শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্টের পক্ষ থেকে জানান হয়েছে, অভিযান চলবে মাঘী পূর্ণিমা (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত । এই সময়ে লক্ষ লক্ষ ভিএইচপি এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মীরা সারা দেশে ১১ কোটি পরিবারের সঙ্গে যোগাযোগ করবেন। নিধি সমর্পণ অভিযানে স্বচ্ছতা বজায় রাখতে ট্রাস্ট ১০, ১০০ এবং ১০০০ টাকার কুপনের ব্যাবস্থা করেছেন । এক হাজারের বেশি পরিমাণ অর্থ রশিদ কেটে গ্রহণ করা হবে, এবং ২০ হাজারের বেশি অর্থ অ্যাকাউন্ট পে চেক বা অনলাইন ট্রান্সফারের মাধ্যমে গ্রহণ করা হবে। কুপন এবং রশিদ ট্রাস্টের কোষাধ্যক্ষ গোবিন্দদেব গিরি স্বাক্ষরিত। এতে, ভগবান রামের এক হাতে ধনুক ধরে অন্য হাতে আশীর্বাদ, রাম মন্দিরের মডেল এবং ট্রাস্টের লোগোর ছবিও ছাপা হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদের রাষ্ট্রীয় কার্যকারী অধ্যক্ষ আলোক কুমার জানিয়েছেন এ কথা। তিনি বলেছেন, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাত দিয়ে শ্রী রাম মন্দির ধন সংগ্রহ অভিযান শুরু হওয়ার পর এবার যাওয়া হবে উপ রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডুর কাছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে দূরদূরান্তে বসবাসকারী নাগরিক- সবার কাছ থেকে অর্থ সংগ্রহ করা হবে। সবাইকে দেওয়া হবে অযোধ্যার ঐতিহাসিক রাম মন্দির নির্মাণে নিজের অবদান রাখার সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.