‘পর্নকাণ্ডের তথ্য-প্রমাণ নষ্ট করছিল রাজ কুন্দ্রা, তা আটকাতেই গ্রেফতারি’, হাইকোর্টে জানাল মহারাষ্ট্র সরকার

শনিবারও বম্বে হাইকোর্ট থেকে কোনওরকম স্বস্তি পেলেন না রাজ কুন্দ্রা। আজ পর্নকাণ্ডে অভিযুক্ত কোটিপতি ব্যবসায়ীর জামিনের তৃতীয় শুনানি শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই স্থগিত হয়ে যায়। এদিন বিচারপতি এএস গডকরির এজলাসে চলছিল শুনানি পর্ব। রাজ কুন্দ্রা আইনজীবী প্রবীণ আইনজীবী আবাদ পন্ডা আগের শুনানিতে আদালতের সামনে যে সওয়াল রেখেছিলেন এদিন সেই সব প্রশ্নের একে একে উত্তর দিচ্ছিলেন সরকারি পক্ষের আইনজীবী অরুণ পাই।

এদিন বিচারপতির কাছে এই মামলার যাবতীয় তদন্ত প্রক্রিয়ার কথা তুলে ধরেন সরকারি আইনজীবী। তিনি স্পষ্ট বলেন রাজ কুন্দ্রাকে পুলিশের তরফে সিআরপিসি ৪১(এ)-এর নোটিশ ধরানো হয়েছিল কিন্তু অভিযুক্ত তা গ্রহণ করতে অস্বীকার করে। রাজ কুন্দ্রার গ্রেফতারি প্রসঙ্গে সরকারি আইনজীবী জানান, ‘যখন অভিযুক্ত তথ্যপ্রমাণ নষ্ট করা শুরু করে দেয় তখন তদন্তকারী অফিসাররা ঠুঁটো জগন্নাথ হয়ে বসে থাকতে পারে না, সেটা আটকাতেই হয়। সেই কারণেই এই গ্রেফতারি’। 

রাজ কুন্দ্রা ও তাঁর সহকারীদের দিকে অভিযোগের আঙুল তুলে মহারাষ্ট্র সরকারের আইনজীবী জানান, ইমেল, হোয়াটসঅ্যাপ চ্যাট ডিলিট করা শুরু করেছিলেন রাজ কুন্দ্রা। তদন্ত প্রক্রিয়ায় বাধা দেওয়ার চেষ্টা চালানো হচ্ছিল। 

রাজ কুন্দ্রার অফিসে তল্লাশি চালিয়ে উদ্ধার হওয়া পর্ন ভিডিয়ো সম্পর্কিত তথ্যও আদালতের সামনে পেশ করেন সরকারি আইনজীবী। এই পর্নকাণ্ডের মাস্টারমাইন্ড আসলে রাজ কুন্দ্রা, তদন্তে তেমনটাই উঠে এসেছে তা স্পষ্ট করে জানান। 

আজ (শনিবার) বম্বে হাইকোর্টে রাজ কুন্দ্রার জামিনের আর্জির তৃতীয় শুনানি শুরুর হওয়ার কিছুক্ষণ পরই স্থগিত হয়ে যায়। সরকারি পক্ষের আইনজীবীর তরফে কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ায় মাঝপথে বন্ধ হয় শুনানি। আগামী সোমবার ভার্চুয়াল নয়, সরাসরি কোর্টে এই মামলার শুনানি চলবে। 

গত ১৯শে জুলাই রাতে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখার হাতে গ্রেফতার হন রাজ কুন্দ্রা। তাঁর বিরুদ্ধে পর্ন ভিডিয়ো তৈরি এবং অ্যাপের মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার ম্যাজিস্ট্রেট কোর্টে পেশ করবার পর রাজ কুন্দ্রাকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। আপতত এই কোটিপতি ব্যবসায়ীর ঠিকানা আর্থার রোড জেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.