ক্রিকেট মাঠে সতীর্থদের মধ্যে হাসি-ঠাট্টা অতি স্বাভাবিক বিষয়। তবে দীর্ঘদিন একসঙ্গে খেলার ফলে যদি অন্তরঙ্গতা তৈরি হয়, তবে ঠাট্টা-তামাশাটাও অন্য মাত্রায় পৌঁছয়। জাতীয় দল ও চেন্নাই সুপার কিংসে দীর্ঘদিনের সতীর্থ ধোনি ও রায়নার মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কোন জায়গায় পৌঁছেছে, সেটা অনুমান করতে বিশেষ অসুবিধা হওয়ার কথা নয়।
ধোনি ও রায়নার পারস্পরিক সম্পর্ক একটাই গাঢ় যে, দু’জনে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন একই দিনে। এমনকি ক’দিন আগে রায়না স্পষ্ট জানিয়েছেন, ধোনি যদি ২০২২ আইপিএলে না খেলেন, তবে তিনিও খেলবেন না।
এহেন রায়না ধোনির সঙ্গে মাঠের ঠাট্টা-তামাশ নিয়ে দু’টি ঘটনার কথা জানান, যা আপ্লুত করবে ক্রিকেটপ্রেমীদের। প্রথমত সিএসকে আইপিএল থেকে নির্বাসিত থাকার সময়ের একটি ঘটনার কথা উল্লেখ করেন রায়না, যেখানে তিনি গুজরাতের হয়ে ব্যাট করতে নামার সময় পুণের হয়ে কিপিং করছিলেন ধোনি। রায়না বলেন, ‘যখন আমি ব্যাট করতে নামি, ধোনি বলে আসুন আসুন ক্যাপ্টেন সাহেব। আমি উত্তর দিই, আসছি আসছি ভাই, আগে একটু সরে যাও।’
পরে আয়ারল্যান্ড সফরে একটি ম্যাচের কথা উল্লেখ করেন রায়না, যেখানে ধোনি প্লেয়িং ইলেভেনে ছিলেন না। তবে রায়নাদের জন্য জলবাহকের দায়িত্ব পালন করছিলেন। রায়না বলেন, ‘ধোনি ভাই আমার জন্য জল নিয়ে আসছিল। আমার একটা মুহূর্তের কথা মনে আছে, যখন ধোনি ভাইয়ের মনে হয় আমি বড্ড বেশি ব্যাট-গ্লাভস চেয়ে পাঠাচ্ছি। তাই ও গোটা কিটব্যাগটাই মাঠে নিয়ে আসে এবং বলে, যা যা দরকার নিয়ে নে, আমাকে আর ডাকবি না।’
রায়না আরও বলেন, ‘আমার মনে হয় রাহুলের সঙ্গে ব্যাট করছিলাম এবং আমরা দু’জনেই পঞ্চাশ করেছিলাম। ধোনি ভাই বলে, বাইরে খুব ঠান্ডা। আমি বারবার আসতে পারব না। আমি তখন বলি যে, একটা কাজ করে দাও, আমার জন্য একটা গ্রিপ নিয়ে এসো। তখন ধোনি ভাই বলে, খুব বড় হয়ে গেছিস। দাঁড়া, তুই জল পান কর, আমি নিয়ে আসছি।’
রায়না হেসে বলেন, ‘আমি সেদিন ভালো বদলা নিয়েছিলাম ধোনি ভাইয়ের কাছ থেকে।’