অপূরণীয় ক্ষতি হয়ে গেল পঞ্জাবি সঙ্গীত জগতে। প্রয়াত হলেন খ্যাতনামা পঞ্জাবি গায়ক সরদুল সিকান্দর। বুধবার মোহালির ফর্টিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬০ বছর। কিডনির সমস্যা-সহ অন্যান্য অসুস্থতার জন্য মোহালির হাসপাতালে ভর্তি ছিলেন এই সঙ্গীত শিল্পী। পঞ্জাবি গায়ক সরদুল সিকান্দরের প্রয়াণে সঙ্গীত জগতের পাশাপাশি শোকস্তব্ধ রাজনৈতিক মহলও। শোকপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং। শোকপ্রকাশ করে অমরিন্দর সিং জানিয়েছেন, “পঞ্জাবি সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হয়ে গেল।” আকালি শিরোমনি দলের প্রধান সুখবিন্দর সিং বাদলও টুইট বার্তায় এই প্রবাদপ্রতিম পঞ্জাবি গায়কের শোকপ্রকাশ করেছেন। তিনি লেখেন, “খুব দুঃখিত কিংবদন্তি পঞ্জাবি গায়ক সরদুল সিকান্দের-এর মৃত্যুর খবরে। পঞ্জাবি ফিল্ম ও মিউজিক ইন্ডাস্ট্রির বিরাট ক্ষতি হয়ে গেল। ওঁনার পরিবার, বন্ধু ও অনুরাগীদের জন্য জানাই সমবেদনা। ওঁনার আত্মার শান্তি কামনা করছি।”
কয়েক বছর আগেই কিডনি প্রতিস্থাপন হয়েছিল সরদুল সিকান্দেরর। সম্প্রতি একাধিক শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন সরদুল। গত ১৫ দিন ধরে মোহালির ফর্টিস হাসপতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কিডনি সঠিকভাবে কাজ করছিল না, তাঁর রক্তে সুপারের মাত্রাও মারাত্মক বেড়ি গিয়েছিল। এদিন মাল্টি অর্গ্যান ফেলিউরের কারণে মৃত্যু হয়েছে সরদুল সিকান্দরের। ১৯৮০ সালে সর্বপ্রথম রেডিও ও টেলিভিশনে পথচলা শুরু হয় সিকান্দরের। ‘রোডওয়েজ দি লারি’ এটাই ছিল তাঁর প্রথম অ্যালবাম। পঞ্জাবি ছবিতেও অভিনয় করেছিলেন তিনি।
2021-02-24