উত্তরবঙ্গের ৫ জেলায় প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন, বাড়ি বাড়ি সংযোগ!

শিলিগুড়ি সহ উত্তরবঙ্গের ৫ জেলা প্রায় ১৮৯ কিলোমিটার এলাকায় প্রাকৃতিক গ্যাসের পাইপলাইন পাতার সিদ্ধান্ত। গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের(গেইল) সঙ্গে দার্জিলিং জেলা প্রশাসনের ইতিমধ্যেই বৈঠক হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে কোভিড অতিমারি ও বিধানসভা ভোটের জেরে বিহারের বারাবউনি থেকে অসমের গুয়াহাটি পর্যন্ত গ্যাসের পাইপলাইন পাতার প্রকল্প কিছুটা থমকে গিয়েছিল। তবে সোমবার থেকে সংশ্লিষ্ট এলাকায় জমি নির্দিষ্ট করে সমীক্ষায় নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে প্রশাসন ও গেইল সূত্রে খবর প্রকল্প রূপায়নের জন্য সরাসরি জমি অধিগ্রহণ করা হবে না। শুধু পাইপ লাইন পাততে যেটুকু জমির প্রয়োজন সেটা ব্যবহার করা হবে। ইতিমধ্যেই জমি সংক্রান্ত জট অনেকটাই কেটেছে।

বারাবউনি থেকে গুয়াহাটি পর্যন্ত প্রায় ৭১০ কিলোমিটার এলাকার মাঝে পড়বে উত্তরবঙ্গ। শিলিগুড়ির ১৪টি মৌজা, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও উত্তরদিনাজপুরের উপর দিয়ে এই পাইপলাইন যাবে। কোচবিহারে সবথেকে বেশি ৫৫টি মৌজার উপর দিয়ে এই পাইপলাইন নিয়ে যাওয়া হবে। প্রকল্পটি রূপায়িত হওয়ার পর বাড়ি বাড়ি রান্নার গ্যাসের সংযোগ দেওয়া যাবে বলে সূত্রের খবর। চা বাগান সহ ছোট কারখানায় এই গ্যাসের সংযোগ দেওয়া যাবে। তবে যে জমির উপর দিয়ে এই লাইন যাবে সেখানে কিছু বিধিনিষেধ মেনে কৃষকরা চাষ আবাদ করতে পারবেন। তবে বড় গাছ বা পাকা বাড়ি নির্মাণ করা যাবে না। বাজারদর অনুসারে ও বিভিন্ন বিষয়রে উপর নির্ভর করে জমির দাম মিলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.