পূজা আসে, আবার পূজা যায়। কিন্তু মায়ের আগমনের আনন্দ ছুঁতে পারে না গ্রাম-বাংলার দরিদ্র প্রান্তিক মানুষদের। বছরের বারো মাস অভাব-অনটন যাদের জীবনে নিত্যসঙ্গী। ফলে উৎসবের দিনগুলিতে আনন্দে সামিল হতে পারেন না তাঁরা। নতুন জামা-প্যান্ট হয়না পরিবারের শিশুদের। সেই সমস্ত পরিবারের শিশুদের মুখে হাসি ফোটানোর উদ্যোগ নিলেন জাতীয়তাবাদী যুবগোষ্ঠীর সদস্যরা।
গতকাল সেই সব অভাবী পরিবারের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে জাতীয়তাবাদী যুবগোষ্ঠীর দীপ্তি রক্ষিত, মনোজিত সূত্রধর, বিকাশ দাস ও অরুণ হালদারেরা পৌঁছে গিয়েছিলেন অযোধ্যা পাহাড়ের কাছের এক আদিবাসী গ্রামে। সঙ্গে নিয়ে গিয়েছিলেন ছোট-ছোট ছেলেমেয়েদের জন্য নতুন পোশাক। একে একে গ্রামের শিশুদের হাতে তুলে দিলেন সেগুলি। খুশির রেখা ফুটে উঠলো তাদের চোখেমুখে। জাতীয়তাবাদী যুবগোষ্ঠীর সদস্যরা বলেন, পূজার আনন্দ ভাগ করে নিতে পেরে আমরা তৃপ্ত।