National Film Awards 2021: ‘গুমনামী’, ‘জ্যেষ্ঠপুত্র’র ঝুলিতে পুরস্কার; আর?

দিল্লির বিজ্ঞানভবনে আজ অনুষ্ঠিত হল ৬৭তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানে পুরস্কার প্রাপকদের হাতে পুরস্কার তুলে দিলেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু। করোনার কারণে এক বছর পিছিয়ে যাওয়ার পর গত মার্চে ঘোষিত হয়েছিল পুরস্কৃতদের নামের তালিকা। 

৫১ তম দাদাসাহেব ফালকে পুরস্কারে পুরস্কৃত হন দক্ষিণী মেগাস্টার রজনীকান্ত। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার পান মনোজ বাজেপেয়ী, ধনুশ। সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পান কঙ্গনা রানাওয়াত। এই তালিকায় বাংলা মোটেই পিছিয়ে নেই। বাংলার ঝুলিতে এসেছে একাধিক জাতীয় পুরস্কার। ট্রেন্ডিং স্টোরিজ

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত ছবি ‘গুমনামী’। সেরা বাংলা ছবির সম্মান পেয়েছে ‘গুমনামী’। সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সংগীত পরিচালনার জন্য সম্মানিত হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘জ্যেষ্ঠপুত্র’। পুরস্কার দুটি পরিচালক উৎসর্গ করেছেন প্রয়াত পরিচালক ঋতুপর্ণ ঘোষকে। অন্যদিকে নন-ফিচার ফিল্ম বিভাগে সেরা ফিল্ম সমালোচক হিসেবে সম্মানিত হন সোহিনী চট্টোপাধ্যায়।

এক ঝলকে দেখে নিন জাতীয় পুরস্কার প্রাপকদের তালিকা-

১. সেরা বাংলা ছবি- গুমনামী

২. সেরা হিন্দি ছবি – ছিছোরে (সুশান্ত সিং রাজপুত অভিনীত শেষ ছবি)

৩. সেরা অভিনেতা- মনোজ বাজপেয়ী (ভোঁসলে ছবির জন্য-হিন্দি) ও ধনুশ (অসুরণ ছবির জন্য- তামিল)

৪. সেরা অভিনেত্রী- কঙ্গনা রানাওয়াত (মণিকর্ণিকা ও পাঙ্গা ছবির জন্য)

৫. সেরা সহ অভিনেতা- বিজয় সেতুপতি (সুপার ডিলাক্স- তামিল)

৬. সেরা সহ অভিনেত্রী- পল্লবী জোশি(দ্য তশখন্ত ফাইল- হিন্দি)

৭. সেরা সংগীত পরিচালনা- প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

৮. সেরা পরিচালক- সঞ্জয় পুরাণ সিংহ চৌহান (বাহাত্তর হুরায়ে)

৯. পরিচালক হিসেবে সেরা ডেবিউ ছবি- হেলেন-র জন্য মাথুকুট্টি জেভিয়ার (মলয়লম)

১০. সেরা পরিচালনা- সুধাংশু সারিয়া (নক নক নক)

১১. সেরা মৌলিক চিত্রনাট্য- কৌশিক গঙ্গোপাধ্যায় (জ্যেষ্ঠপুত্র)

১২. কাহিনি অবলম্বনে রচিত সেরা চিত্রনাট্য- সৃজিত মুখোপাধ্যায় (গুমনামী)

১৩. সেরা শিশু শিল্পী- নাগা বিশাল (কেডি’র জন্য- তামিল)

১৪. সেরা প্রচারমূলক ছবি- বৌদ্ধায়ণ মুখোপাধ্যায় (দ্য শাওয়ার)

১৫. সেরা সংগীত পরিচালনা- বিশাখজ্যোতি (ক্রান্তি দর্শী গুরুজি- অ্যাহেড অফ টাইমস)

১৬. সেরা সিনেম্যাটোগ্রাফি- জাল্লিকাট্টু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.