কলকাতা নাইট রাইডার্সে ফিরলেন অভিষেক নায়ার। ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে ছাঁটাই হয়েছেন তিনি। তার পরেই পুরনো দলে ফিরেছেন নায়ার। শনিবার ইডেন গার্ডেন্সে কেকেআরের অনুশীলনেও থাকতে পারেন তিনি। অর্থাৎ, ইতিমধ্যেই শহরে চলে এসেছেন দলের সহকারী কোচ।
নায়ারের দলে ফেরার কথা জানিয়েছে কেকেআর। সমাজমাধ্যমে কেকেআরের জার্সিতে নায়ারের ছবি দিয়ে তারা লিখেছে, ‘ঘরে স্বাগত।’ বৃহস্পতিবার ভারতীয় দলের সহকারী কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল নায়ারকে। তাঁর চুক্তি আর বাড়ানো হয়নি। তার ৪৮ ঘণ্টার মধ্যেই নতুন দায়িত্ব পেলেন নায়ার। ভারতীয় দল থেকে আইপিএলে ফিরলেন তিনি।
২০১৮ সাল থেকে কেকেআরে ছিলেন নায়ার। প্রথমে মেন্টর, পরে সহকারী কোচের দায়িত্ব সামলেছেন। দলের ভারতীয় ক্রিকেটার বাছার প্রধান দায়িত্ব ছিল তাঁর কাঁধে। রিঙ্কু সিংহ, রমনদীপ সিংহের মতো ভারতীয় ক্রিকেটারদের কেকেআরে তিনিই নিয়ে এসেছিলেন। তাঁরা এখন দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার।
গত বার গৌতম গম্ভীর কেকেআরের মেন্টর হন। তাঁর সঙ্গে ভাল জুটি বেঁধেছিলেন নায়ার। দু’জনে মিলে একটি ভাল দল তৈরি করেন। সেই দলের উপর ভরসা দেখান। গত বার কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। রাহুল দ্রাবিড় ভারতীয় দলের কোচের পদ থেকে সরে যাওয়ার পরে গম্ভীরকে জাতীয় দলের কোচ করে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই সময় সঙ্গে করে নায়ারকেও নিয়ে যান গম্ভীর। সহকারী কোচ করা হয় তাঁকে।
জাতীয় দলে সহকারী কোচ হিসাবে বিশেষ সাফল্য পাননি নায়ার। ঘরের মাঠে নিউ জ়িল্যান্ডের কাছে টেস্ট সিরিজ় চুনকাম ও তার পরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ় হারের দায় ছিল ব্যাটারদের। দলের ব্যাটিং কোচ হওয়ায় সেই দায় নিতে হয়েছিল নায়ারকেই। সহকারী কোচ হিসাবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলেও নায়ারের উপর আর ভরসা দেখায়নি বোর্ড। অবশেষে বৃহস্পতিবার জানা যায়, নায়ারকে আর জাতীয় দলের সহকারী কোচ রাখা হচ্ছে না। সীতাংশু কোটকই ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন। গম্ভীরের সংসার থেকে বাদ পড়ার দু’দিনের মধ্যে শাহরুখ খানের সংসারে ঢুকে পড়লেন নায়ার। এখন দেখার, তিনি ফেরায় কেকেআরের ব্যাটারেরা ফর্মে ফিরতে পারেন কি না।