ফের কাশ্মীরে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। লস্কর ই তইবার এক কুখ্যাত জঙ্গিকে সোমবার এনকাউন্টারে নিকেশ করেছে বাহিনী। সালিম পারে নামে ওই জঙ্গি গোষ্ঠীর কমান্ডারকে খুঁজছিল সুরক্ষাবাহিনী। সেই মোস্ট ওয়ান্টেড জঙ্গিকেই এবার খতম করল বাহিনী। কাশ্মীরের ইনসপেক্টর জেনারেল অফ পুলিশ জানিয়েছেন, শালিমার গার্ডেন এলাকায় সালিম পারেকে খতম করা সম্ভব হয়েছে। আইজিপি বিজয় কুমার জানিয়েছেন, এনকাউন্টারে ওই জঙ্গিকে খতম করা হয়েছে। পরবর্তী ক্ষেত্রে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানিয়েছেন।ট্রেন্ডিং স্টোরিজ
সূত্রের খবর, কাশ্মীরকে জঙ্গিমুক্ত করতে উপত্যকার বিভিন্ন জায়গায় মাঝেমধ্যেই তল্লাশি চালায় সুরক্ষাবাহিনী। তার সাফল্যও মেলে হাতেনাতে। জম্মু ও কাশ্মীরের কোনও প্রান্তে জঙ্গিরা সক্রিয় হচ্ছে কি না, কোথাও জঙ্গিদের স্লিপার সেল কাজ করছে কি না সেব্যাপারেই নিশ্চিত হওয়ার চেষ্টা করে সুরক্ষাবাহিনী। মূলত এলাকায় শান্তি যাতে বিঘ্নিত না হয় সেব্যাপারে বিভিন্ন জায়গায় টহলদারিও চলে পর্যায়ক্রমে। ওয়াকিবহাল মহলের মতে, একদিকে জঙ্গি দমন ও অন্যদিকে কাশ্মীরের উন্নয়ন, এই দুটি বিষয়কে পাখির চোখ করে এগোতে চাইছে কেন্দ্রীয় সরকার। সেক্ষেত্রে এই লস্কর জঙ্গির ব্যাপারেও বিভিন্ন সূত্রে খবর পেয়েছিল সুরক্ষাবাহিনী। এরপরই শুরু হয় অভিযান। আর তার জেরেই নিকেশ কুখ্যাত জঙ্গি সালিম পারে।