সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ও সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেসটিগেশনের জয়েন্ট কনফারেন্সে বুধবার ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ভারত নির্মাণ ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার প্রেরণা দিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ২১ শতকের ভারতে নতুন নতুন আবিষ্কার, তার প্রয়োগ হচ্ছে। এদিকে মানুষও চাইছেন যাবতীয় সিস্টেম আরও বেশি দক্ষ ও মানুষের কাজে লাগুক। এদিকে মানুষ কোনওভাবেই চাইছেন না যে সরকার দুর্নীতিগ্রস্ত হোক। মোদী বলেন, বিগত দিনে যেভাবে সরকার চলত, রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষেত্রেও তারা পিছিয়ে পড়ত। বর্তমানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার মতো রাজনৈতিক সদিচ্ছাও রয়েছে। পাশাপাশি প্রশাসনিক ক্ষেত্রেও ধারাবাহিকভাবে উন্নতি করা হচ্ছে। জানিয়েছেন প্রধানমন্ত্রী।ট্রেন্ডিং স্টোরিজ
পাশাপাশি তিনি নাগরিকদের মনে করিয়ে দিয়েছেন যে, সরকার আইন তৈরি করেছে, কিন্তু সেই আইনকে যথাযথভাবে মেনে চলা নাগরিকদের কর্তব্য। পাশাপাশি তিনি সিবিআই ও সিভিসির সমস্ত স্তরের আধিকারিকদের জাতীয় জীবনের সমস্ত ক্ষেত্রকে দুর্নীতিমুক্ত করতে এগিয়ে আসার আহ্বান জানান। দুর্নীতি সাধারণ মানুষের অধিকারকে ছিনিয়ে নেয়, পাশাপাশি ন্য়ায় বিচারের সুযোগ থেকেও মানুষ বঞ্চিত হন। জানিয়েছেন প্রধানমন্ত্রী। নতুন ভারত নির্মাণে বাঁধা হয়ে দাঁড়ায় এমন সব ক্ষেত্রকে দূরে সরিয়ে দেওয়ার ব্যাপারে আহ্বান করেন প্রধানমন্ত্রী। যারা এই দেশ ও দেশবাসীকে ঠকাবে তাদের লুকিয়ে থাকার মতো কোনও নিরাপদ জায়গা নেই সেটি নিশ্চিত করতে হবে। ডাক দিলেন প্রধানমন্ত্রী। দুর্নীতিকে কোনওভাবেই রেয়াত করা হবে না। গরিব মানুষ যাতে এই সিস্টেমের কাছাকাছি আসতে পারেন আর দুর্নীতিগ্রস্তরা দূরে চলে যান সেরকম ব্যবস্থা করতে হবে, জানিয়েছেন প্রধানমন্ত্রী।