দীর্ঘ ৭ বছর হল বড়পর্দায় মুখ দেখাননি অনুষ্কা শর্মা। কথা ছিল ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ‘চাকদহ এক্সপ্রেস’-এর মাধ্যমে পর্দায় ফিরবেন। কিন্তু সেই ছবিও ঠান্ডা ঘরে প্রায় তিন বছর ধরে। এ বার ভারতীয় মহিলা ক্রিকেটদল বিশ্বকাপ জিততেই নতুন গুঞ্জন। ঝুলনের জীবনীচিত্র কি আদৌ মুক্তি পাবে? না কি এখনও ব্রাত্যই থাকবে বঙ্গকন্যার ২২ গজের জীবনকাহিনি?
ভারতীয় মহিলারা ক্রিকেট বিশ্বকাপের ট্রফি ঘরে আনতেই আলোচনায় ফিরেছেন ঝুলন গোস্বামী। মাত্র তিন বছর আগেই ভারতীয় ক্রিকেট দল থেকে অবসর নিয়েছেন তিনি। ২০২২ সাল থেকে আলোচ্য ছবির শুটিং শুরু হয়। সেই সময় কলকাতায় এসে শুটিং করেন অনুষ্কা। কিন্তু শোনা যায় যে ভাবে ছবিটি নির্মাণ করা হয়েছে সেটা পছন্দ হয়নি ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের। কারণ তাঁদের হাতেই ছিল এই ছবির স্বত্ব।
এ বার হরমনপ্রীত, রিচা ঘোষেরা বিশ্বকাপ জিততেই যেন ফের আশার আলো দেখছেন ছবির নির্মাতারা। তাঁরা ইতিমধ্যেই নেটফ্লিক্সের সঙ্গে ফের কথোপকথন শুরু করেছেন। বর্তমান সময় মহিলা ক্রিকেট নিয়ে দর্শকের মধ্যে যে আবেগ রয়েছে, তার উপর আস্থা রেখেই হয়তো নিজেদের নেওয়া সিদ্ধান্তের বদল ঘটাতে পারে ওই সংস্থা, আশাবাদী নির্মাতারা।

