পূর্ব লাদাখের গালওয়ানে ভারত ও চিনা সেনার মধ্যে রক্তাক্ত সংঘর্ষের পর থেকেই উত্তেজনা জারি রয়েছে। এর মধ্যেই এ বার সিকিমের নাকু লা এলাকার কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় হাতাহাতি, সংঘর্ষে জড়িয়ে পড়ল দুই দেশের বাহিনীর জওয়ানরা। ভারতীয় সেনা সূত্রের খবর, সিকিম দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল এক দল চিনা সেনা। কিম্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয় তারা। সংঘর্ষে দু’পক্ষেরই বেশ কয়েক জন আহত। গত সপ্তাহের ঘটনা।
সেনা সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে উত্তর সিকিম সীমান্তের নাকু লা এলাকার কাছে প্রকৃত নিয়ন্ত্রণরেখা দিয়ে ভারতে ঢোকার চেষ্টা চালিয়েছিল চিনা সেনা। সেই সময় আবহাওয়া খারাপ ছিল। সেই সুযোগে ভারতের ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিল চিনা সেনা। কিন্তু ভারতীয় বাহিনী তাদের প্রবল ভাবে বাধা দেয়। দু’পক্ষের মধ্যে হাতাহাতি, মারপিট বেধে যায়। ভারতীয় সেনা সূত্রের খবর, চিনা ফৌজের অন্তত ২০ জন সদস্য ওই সংঘর্ষে আহত হয়েছে। তারা শেষ পর্যন্ত পিছু হঠতে বাধ্য হয়। জখম হয়েছেন ৪ ভারতীয় জওয়ানও।
2021-01-25