IMD: স্বাভাবিকের থেকে বেশি না কম বৃষ্টি এবার? হাঁসফাঁস গরমের মধ্যেই বর্ষা নিয়ে বড় আপডেট মৌসম ভবনের!

 দেশে বর্ষা নিয়ে বড় আপডেট দিল মৌসম ভবন। দেশে এবার সার্বিক ভাবে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হতে চলেছে বর্ষার মরশুমে।   

  

2/6

স্বাভাবিকের থেকে বেশি না কম বৃষ্টি এবার?

IMD forecast 111 percent rainfall

১০১ থেকে ১১১ শতাংশ পর্যন্ত বৃষ্টি পেতে পারে দেশ। অর্থাৎ ২০২৪ সালে স্বাভাবিকের থেকে ১১ শতাংশ পর্যন্ত বেশি বৃষ্টি পেতে পারেন দেশবাসী।   

3/6

স্বাভাবিকের থেকে বেশি না কম বৃষ্টি এবার?

IMD forecast 111 percent rainfall

এরমধ্যে সব থেকে বেশি বৃষ্টির লং টার্ম অর্থাৎ দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেওয়া হয়েছে পূর্ব ভারতে। তবে উত্তর-পূর্বের রাজ্য গুলিতে অন্যান্যবারের থেকে সামান্য কম বৃষ্টি হতে পারে।   

  

4/6

স্বাভাবিকের থেকে বেশি না কম বৃষ্টি এবার?

IMD forecast 111 percent rainfall

আবার দেশের পশ্চিম প্রান্তে বেশি বা অতিরিক্ত বৃষ্টি হতে পারে। ২০১৪ সালে জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর পথে প্রধান বাধা এল নিনো।   

  

5/6

স্বাভাবিকের থেকে বেশি না কম বৃষ্টি এবার?

IMD forecast 111 percent rainfall

তবে এবার এল নিনো এবং লা নিনা এই দুটি ফ্যাক্টর নিজেদের পূর্ণ ক্ষমতায় সক্রিয় থাকতে পারবে না বলে পূর্বাভাস।   

  

6/6

স্বাভাবিকের থেকে বেশি না কম বৃষ্টি এবার?

IMD forecast 111 percent rainfall

১৯৭৪ এবং ২০০০ সালে এই জোড়া ফলায় বৃষ্টি স্বাভাবিকের থেকে অনেকটা কম হয়েছিল। এবার সেরকম কোনও প্রভাব থাকবে না বলেই মৌসম ভবনের পূর্বাভাস। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.