IIT হায়দরাবাদ থেকে স্নাতক, বিরাটের মেয়েকে ধর্ষণের হুমকি মামলায় ধৃত ইঞ্জিনিয়ার

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) হায়দরাবাদ থেকে করেছে স্নাতক।একটি ফুড ডেলিভারি অ্যাপ সংস্থায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছে। ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির ন’মাসের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে সেই যুবককেই গ্রেফতার করেছে পুলিশ।

মুম্বই পুলিশের এক আধিকারিককে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বুধবার ২৩ বছরের রামগণেশ আকুবাথিনিকে তেলাঙ্গানার সাঙ্গারেড্ডি থেকে গ্রেফতার করেছে পুলিশের একটি বিশেষ দল। ওই যুবককে মুম্বইয়ে আনা হচ্ছে। যে স্নাতকোত্তরে ভরতি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।ট্রেন্ডিং স্টোরিজ

গত ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শোচনীয় পরাজয়ের পরই সোশ্যাল মিডিয়ায় আক্রমণের মুখে পড়েছিলেন কোহলিরা। আক্রমণ থেকে বাদ যাননি ভারতীয় ক্রিকেটারদের পরিবারের সদস্যরাও। বিরাট এবং অনুষ্কা শর্মার নয় মাসের মেয়েকেও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ‘Amena @criccrazygirl’ (বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে) নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে বিরাটের মেয়েকে ধর্ষণের হুমকি দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে দাবি করা হয়েছিল, অ্যাকাউন্টটি আদতে পাকিস্তানি বট অ্যাকাউন্ট। যদিও পরে তথ্য-যাচাইকারী পোর্টাল অল্ট নিউজের তরফে দাবি করা হয়, টুইটটি কোনও পাকিস্তানি করেনি, বরং করেছে এক ভারতীয়।

তারইমধ্যে গত ৮ নভেম্বর বিরাটের ম্যানেজারের অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম বিভাগ। ভারতীয় দণ্ডবিধির ৩৫৪এ (যৌন হেনস্থা) এবং ৫০৬ (অপরাধমূলক প্রবণতা) ধারায় মামলা রুজু করা হয়। সেইসঙ্গে তথ্যপ্রযুক্তি আইনের  ৬৭ (বৈদ্যুতিন মাধ্যমে কোনও অশ্লীল জিনিস প্রকাশ করা বা প্রেরণ করা) এবং ৬৭ বি ধারায় (শিশুদের যৌন আচরণে লিপ্ত দেখিয়ে কোনও জিনিস প্রকাশ করা) মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.