‛জয় শ্রী রাম’ ধ্বনি নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তখন সেই স্লোগান লেখা মাস্ক বিতরণ করার দায়ে ১৯ জন RSS কর্মীকে থানায় তুলে নিয়ে গেল পুলিশ। ঘটনা হুগলী জেলার শেওড়াফুলির।
জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় RSS কর্মীরা মাস্ক বিতরণ করার কর্মসূচী গ্রহণ করে। সেইমতো বেশ কিছু RSS কর্মী শেওড়াফুলি স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে মাস্ক বিতরণ করছিলেন। প্রতিটি মাস্কেই ‛জয় শ্রী রাম’ লেখা ছিল। কিন্তু মাস্ক বিতরণ চলাকালীন সেখানে পৌঁছে যায় শেওড়াফুলি ফাঁড়ির পুলিশ। RSS কর্মীদের আটক করা হয়। আর তা ঘিরেই উত্তেজনা ছড়ায় এলাকায়।
RSS কর্মীদের আটক করার প্রতিবাদে ফাঁড়ির সামনে হাজির হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। তাঁরা আটক কর্মীদের ছেড়ে দেওয়ার দাবি জানাতে থাকেন।
তবে পুলিশ সূত্রে খবর, কোনো অনুমতি না নিয়েই এই কর্মসূচি পালন করা হচ্ছিল। রাস্তা আটকে যায় কর্মসূচি করার ফলে সমস্যায় পড়ছিলেন সাধারণ মানুষ। অভিযোগ এসেছিল। তাই আটক করা হয়েছে তাদের।