ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষ এবার পরিবর্তন চাইছেন। মঙ্গলবার ডেবরায় সাংবাদিকদের কাছে এমনই দাবি করলেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় (হিরণ)। এদিন তিনি জেলা কার্যালয়ে নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি তন্ময় দাস সহ অন্য নেতৃত্ব উপস্থিত ছিল। পরে হিরণ এলাকায় জনসংযোগ যাত্রায় যোগ দেন। পাঁচবেড়িয়ায় একটি ধর্মীয় অনুষ্ঠানেও যোগ দেন। এরপর মাটিতে বসে সবার সঙ্গে অন্নভোগ গ্রহণ করেন। ভোগ রান্নাতেও হাত লাগান হীরণ। এরপর বিকেলে সাংগঠনিক বৈঠকে যোগ দেন।
হিরণ চট্টোপাধ্যায় বলেন, আমরা মানুষের মাঝে যাচ্ছি। মানুষ বলছে, ১০ বছরে কোনও উন্নয়ন হয়নি। সংসদ সদস্য কোনও কাজ করেননি। বিপক্ষের প্রার্থী দেবের সম্পর্কে তিনি বলেন, তাঁকে শুধু লোকসভায় নয়, ঘাটালের মানুষের কাছেও দেখা যায়নি। আমি দাসপুরে বাড়ি ভাড়া নিয়েছি শুনে মানুষ অবাক হচ্ছেন। তাঁরা বলছেন, আপনি বাড়ি ভাড়া নিয়েছেন। আর ১০ বছরে সাংসদ সদস্যকে কোনও দিন থাকতে দেখিনি। দাসপুর, ডেবরা, সবং, পিংলা, ঘাটালে মানুষের মধ্যে বিজেপিকে নিয়ে উৎসাহ দেখেছেন বলে তিনি দাবি করেন।