হলদিয়ার তৈল শোধনাগারে আগুনের ঘটনায় মৃতদের প্রতি সমবেদনা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইসঙ্গে আহতদের যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। তারইমধ্যে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের (আইওসিএল) তরফে বিস্তারিত তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় টুইটারে মমতা বলেন, ‘হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের তৈল শোধনাগারে অগ্নিকাণ্ডের ঘটনায় অত্যন্ত মর্মাহত আমি। তিনজন মারা গিয়েছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি। গ্রিন করিডরের মাধ্যমে আহতদের কলকাতায় আনা হয়েছে। তাঁদের দ্রুত আরোগ্যের জন্য যাবতীয় সাহায্য করবে পশ্চিমবঙ্গ সরকার।’ট্রেন্ডিং স্টোরিজ
মঙ্গলবার দুপুর ৩ টে নাগাদ হলদিয়ায় ইন্ডিয়ান অয়েলের তৈল শোধনাগারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল এবং পুলিশ। ইন্ডিয়ান অয়েলের তরফে জানানো হয়েছে, বিভিন্ন ইউনিটে রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। এমএসকিউ ইউনিটে শাটডাউন সংক্রান্ত কাজের সময় দুর্ঘটনা ঘটে। কিছুক্ষণের মধ্যে আগুন নিভিয়ে ফেলা হয়। সেই ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ৪৪ জন আহত হয়েছেন। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে দুর্গাচক হাসপাতালে ভরতি করা হয়। কয়েকজনের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাঁদের আনা হয় তমলুক জেলা হাসপাতালে। গ্রিন করিডর করে কয়েকজনকে আনা হয়েছে কলকাতায়। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়েছে। সূত্রের খবর, আরও কয়েকজনকে কলকাতায় আনা হবে।