সুখবর! ২৫ জুন বর্ষার আগমণ হতে চলেছে দিল্লিতে : আইএমডি

অপেক্ষা এবার শেষ হতে চলল। আগামী ২৫ জুন রাজধানী দিল্লি-এনসিআর-এ প্রবেশ করতে চলেছে বর্ষা। প্রাক বর্ষার বৃষ্টি অবশ্য শুরু হয়ে গিয়েছে দিল্লিতে, বৃষ্টি চলছে চন্ডীগড়, হরিয়ানাতেও। শুক্রবার সকালেই ব্যাপক বৃষ্টিপাত পঞ্জাব ও হরিয়ানায়। পঞ্জাবের অমৃতসর, মোহালি, লুধিয়ানা, পাটিয়ালা এবং হরিয়ানার আম্বালাতে বৃষ্টিপাত হয়।
শুক্রবার ভারতীয় আবহাওয়া দফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল আনন্দ শর্মা জানিয়েছেন, ২২-২৪ জুনের মধ্যে ঝাড়খণ্ডে আগমণ হতে পারে বর্ষার। ২২-২৪ জুনের মধ্যে পরিস্থিতি অনুকূল হওয়ার সম্ভাবনা প্রবল, এই সময়ে উত্তর প্রদেশের কিছু অংশ এবং হিমালয়ের পার্বত্য অঞ্চলে ঢুকে পড়বে বর্ষা। প্রত্যাশা করা হচ্ছে ২৫ জুন দিল্লি-এনসিআর-এ প্রবেশ করবে বর্ষা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.