প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কিছু এলাকা থেকে সরছে বাহিনী! প্রথমবার জানাল চিন

বলতে গেলে এই প্রথমবার চিনের তরফে বলা হচ্ছে হট স্প্রিং এরিয়া থেকে সরে যাচ্ছে পিপলস লিবারেশন আর্মি।তবে ওয়াকিবহাল মহলের মতে, বাহিনী সরে যাচ্ছে বলা হলেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এই সেক্টরের সব জায়গা থেকে পুরোপুরি সরেনি পিএলএ। এদিকে চিনের বিদেশমন্ত্রকের তরফে হিন্দুস্তান টাইমসকে জানানো হয়েছিল, যত শীঘ্র সম্ভব পূর্ব লাদাখে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একটি সমাধান সূত্রে আসার জন্য চিন, ভারতের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করছে। এমনকী গালওয়াল উপত্যকা, প্যাংগং লেক ও হট স্প্রিং এলাকা থেকে চিনের বাহিনী সরে যাচ্ছে বলে খবর।

তবে গত দুবছর ধরে বার বার আলোচনায় বসেছে দুপক্ষ। কিন্তু তারপরেও অবস্থার উন্নতি হয়নি। এদিকে গত ১১ই মার্চ ১৫ রাউন্ড আলোচনায় বসেছিল ভারত ও চিন। এরপর চিনের বিদেশমন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে হিন্দুস্তান টাইমস। এরপর চিনের তরফে একটি বিবৃতি জারি করা হয়। সেখানে উল্লেখ করা হয়, ‘চিন আর ভারত ১৫ রাউন্ড কমান্ডার লেভেলে আলোচনা করেছে। গালওয়াল উপত্যকা, প্যাংগং লেক ও হট স্প্রিং এলাকা থেকে পিএলএ সরে আসছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।’ তবে কোন এলাকা থেকে পুরোপুরি বাহিনী সরে গিয়েছে তা নিয়ে অবশ্য চিনের তরফে নির্দিষ্টভাবে কিছু বলা হয়নি। অন্যদিকে সূত্রের খবর গোগরা থেকেও দুপক্ষ তাদের স্থায়ী বেসক্য়াম্পে ফিরে যাচ্ছে। অস্থায়ী ছাউনিগুলি সরানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.