পার্ক পরিষ্কার করতে গিয়ে আগুন ছড়ালো পৌরসভার গোডাউনে। ঘটনাটি ঘটে বুধবার মেদিনীপুর শহরের জজ কোর্ট এলাকায়।
জানাগেছে, ২৩ নম্বর ওয়ার্ডের জজ কোর্ট এলাকায় যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র রয়েছে তার পাশে মেদিনীপুর পুরসভার একটি গোডাউন রয়েছে। আর এই গোডাউনে আম্রুত প্রকল্পের কাজে ব্যবহৃত পাইপ সংক্রান্ত সমস্ত জিনিস মজুদ করে রাখা ছিল। জানা যায়, বুধবার এই গোডাউনের পাশে একটি পার্ক পরিষ্কার করছিলেন কয়েকজন। তারপর সেই পার্কে যত আবর্জনা ছিল তা একটি জায়গায় তারা জড়ো করে আগুন লাগিয়ে দেয়। সেই আগুন ছড়িয়ে পড়ে পুরসভার গোডাউনে। জোরে হাওয়া দেওয়ার কারণে তড়িঘড়ি আগুন ছড়িয়ে যায় পুরসভার গোডাউনে। খবর দেওয়া হয় মেদিনীপুর দমকল বাহিনীতে। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
ঘটনাস্থলে আসেন পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান। তিনি বলেন, এই গোডাউনে আনুমানিক ২০ লক্ষ টাকার জিনিসপত্র মজুদ করে রাখা আছে, যেগুলি অম্রুত প্রকল্পের কাজে ব্যবহারযোগ্য। তবে পাশের উদ্যানে পৌরসভাকে না জানিয়ে হঠাৎ কেন আগুন লাগালো এইটা নিয়ে একটা নোটিশ করা হবে তাদের। এই নিয়ে কিছুটা হলেও এলাকায় চাঞ্চল্য ছড়ায়।