পশ্চিম মেদিনীপুরের দাসপুরের রসিকগঞ্জে ধূপের কারখানায় ভয়াবহ আগুন। বুধবার রাত দু’টো নাগাদ আগুন লাগে। আগুনের কালো ধোঁয়া গ্রাস করে পুরো এলাকা। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দমকলের ছ’টি ইঞ্জিন ব্যর্থ হয় আগুন নেভাতে। নিয়ে আসা হয় পাঁচটি মোটর পাম্প। সেই পাম্প দিয়ে পুকুরের জল তুলে আগুন নেভানোর কাজ শুরু হয়। কিন্তু কী থেকে হঠাৎ এই আগুন লাগলো তা এখনও জানা যায়নি।
দাসপুরের রসিকগঞ্জে ধূপের কারখানাটি বৃহৎ এলাকাজুড়ে গড়ে উঠেছে। কারখানাটির মালিক দাসপুরের বাসিন্দা রাজকুমার দাস। এই কারখানায় প্রতিদিন প্রায় দেড় থেকে দু’হাজার মানুষ কাজ করে জীবিকা নির্বাহ করেন।
এলাকা সূত্রে খবর, রাত দু’টো নাগাদ আগুন লাগে ওই কারখানায়। খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে প্রথমে আসে দমকলের দু’টি ইঞ্জিন। কিন্তু আগুন নেভাতে ব্যর্থ হয় তারা। যদিও, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খবর দেওয়ার অনেকক্ষণ পরেই দমকল এলাকায় প্রবেশ করেছে। এরপর আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে সেখানে আসে দমকলের আরও চারটি ইঞ্জিন। মোট ছটি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। রাত দু’টো থেকে সকাল আটটা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসায় নিয়ে আসা হয় পাঁচটি পাম্প। সেই পাম্প দিয়ে পুকুর থেকে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু হয়।