সাফ চ্যাম্পিয়নশিপের আগে ফিফা ব়্যাঙ্কিংয়ে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ফুটবল দল। নেপালের বিরুদ্ধে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অপরাজিত থাকলেও সাম্প্রতিক বিশ্বব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গেল ভারত। আন্তর্জাতিক ফুটবল সংস্থার সদ্য প্রকাশিত ব়্যাঙ্কিং তালিকা অনুযায়ী ভারত রয়েছে ১০৭ নম্বরে। তারা পিছনে হেঁটেছে দু’ধাপ।
একা ভারতই নয়, সাফ চ্যাম্পিয়নশিপের আগে ফিফা ব়্যাঙ্কিংয়ে পিছিয়ে গিয়েছে বাংলাদেশও। তারা একধাপ পিছনে হেঁটে অবস্থান করছে ১৮৯ নম্বরে। এছাড়া সাফে ভারতের প্রতিদ্বন্দ্বী বাকি তিনটি দেশ নেপাল, শ্রীলঙ্কা ও আয়োজক মলদ্বীপের ফিফা ব়্যাঙ্কিং যথাক্রমে ১৬৮, ২০৫ ও ১৫৮।ট্রেন্ডিং স্টোরিজ
ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে যথারীতি বেলজিয়াম। দ্বিতীয় স্থান ধরে রেখেছে ব্রাজিল। বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স একধাপ পিছিয়ে চার নম্বরে চলে গিয়েছে। এক ধাপ উঠে এসে তিন নম্বরে অবস্থান করছে হ্যারি কেনের ইংল্যান্ড।
ইউরো চ্যাম্পিয়ন ইতালি আগের মতোই পাঁচ নম্বরে রয়েছে। ছয় নম্বর জায়গা ধরে রেখেছে লিওনেল মেসির আর্জেন্তিনা। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল স্পেনকে টপকে ৭ নম্বরে চলে এসেছে। স্পেন একধাপ পিছিয়ে অবস্থান করছে ৮ নম্বরে। মেক্সিকো আগের মতোই ৯ নম্বরে রয়েছে। একধাপ উঠে প্রথম দশে চলে এসেছে ডেনমার্ক।