ইকুয়েস্ট্রিয়ানের ইভেন্টিং জাম্পিংয়ের ব্যক্তিগত বিভাগের ফাইনালে উঠলেন ভারতের ফওয়াদ মির্জা।টিম ফাইনাল অ্যান্ড ইন্ডিভিজুয়াল কোয়ালিফায়ার রাউন্ডে ফওয়াদ ২৫ নম্বরে শেষ করেন। সেরা ২৫ জন অশ্বারোহী ব্যক্তিগত জাম্পিং ইভেন্টের ফাইনালের যোগ্যতা অর্জন করেন। ফওয়াদ জায়গা করে নেন সেই তালিকায়।
ইন্ডিভিজুয়াল কোয়ালিফায়ার রাউন্ডে ফওয়াদ সার্বিকভাবে ৪৭.২০ পয়েন্ট স্কোর করেন। ড্রেসেজে তাঁর সংগ্রহ ২৮.০০ পয়েন্ট। ক্রস কান্ট্রিতে তাঁর সংগৃহীত পয়েন্ট ১১.২০। ফার্স্ট জাম্পে তিনি নিজের ঘোড়া সেইগনেউর মেডিকোটকে সঙ্গে নিয়ে সংগ্রহ করেন ৮.০০ পয়েন্ট।
টোকিওয় সোমবার দিনটা ভালোয়-মন্দয় মিশিয়ে কাটছে ভারতের। মেয়েদের ২০০ মিটারের হিট দিয়ে এদিন ভারতীয়দের অভিযান শুরু হয়। দ্যুতি চাঁদ হিটে সাতজন অ্যাথলিটের মধ্যে একেবারে শেষে থেকে রেস শেষ করেন। তিনি সেমিফাইনালে উঠতে ব্যর্থ হন।
পরে শুটিংয়ে ছেলেদের ৫০ মিটার থ্রি পজিশন ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড থেকেই বিদায় নিতে হয় ভারতের দুই শুটার ঐশ্বরী তোমার ও সঞ্জীব রাজপুতকে। দু’জনের কেউই ফাইনালের যোগ্যতা অর্জন করতে পারেননি।
জোড়া খারাপ খবরের পর অবিশ্বাস্য সাফল্য আসে মেয়েদের হকিতে। তিনবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় ভারত। এবার ইকুয়েস্ট্রিয়ানের ব্যক্তিগত জাম্পিং ইভেন্টের ফাইনালে উঠলেন ফওয়াদ।