দিল্লিবাড়ির লড়াই সরাসরি: শুরু হয়ে গেল ভোটগ্রহণ, বিক্ষিপ্ত অশান্তি কোচবিহার আর জলপাইগুড়ি কেন্দ্রে

জলপাইগুড়িতে বিজেপির বুথ অফিসার পোড়ানোয় অভিযুক্ত তৃণমূল

জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপাইপাড়া এলাকায় পুড়ল বিজেপির বুথ অফিস। অভিযোগ , কেউ বা কারা রাতে বিজেপির বুথ অফিসে আগুন লাগিয়ে দেয়। দলীয় পতাকা থেকে ব্যানার সব পুড়ে ছাই৷ এলাকার বুথ সভাপতি তথা বিজেপি কর্মী গৌতম রায় বলেন , “রাত ৯টার পর ঘটনা ঘটেছে৷ আমরা রাত পর্যন্ত সব কাজকর্ম শেষ করে বাড়ি যাই৷ তার পরই এই খবর পাই। ভোরবেলা এসে দেখি এই অবস্থা। কিন্তু আগে কোনও দিন এই ধরনের ঘটনা ঘটেনি ৷ কাউকে দেখিনি। তাই কারও বিরুদ্ধে অভিযোগ করতে পারছি না৷ গোটা ঘটনা প্রশাসন-সহ এলাকার বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে জানিয়েছি।”

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৭:৫১ key status

তুফানগঞ্জে তৃণমূলের দলীয় দফতর পোড়ানোয় অভিযুক্ত বিজেপি

তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত গুন্ডারা বৃহস্পতিবার রাতে তুফানগঞ্জ-২ ব্লকের বারোকোডালি-১ গ্রাম পঞ্চায়েতের হরিরহাট এলাকায় তাদের অস্থায়ী নির্বাচনী দলীয় দফতরে আগুন ধরিয়ে দেয়। বারোকোডালি-১ আইএনটিটিইউসি-র সভাপতি অনিল বর্মণ এই প্রসঙ্গে বলেন, “জনগণ যে হেতু বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, তারা এখন মানুষের অধিকারই কেড়ে নেওয়ার চেষ্টা করছে।”

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৭:২০ key status

তিন কেন্দ্রেই ত্রিমুখী লড়াই

রাজ্যের তিনটি লোকসভা কেন্দ্রেই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা চলছে। কোচবিহারে বিদায়ী বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে লড়াই এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত সিতাই বিধানসভার বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়ার। নিজেদের পুরনো ঘাঁটিতে লড়াইয়ে রয়েছে ফরওয়ার্ড ব্লকও। তারা প্রার্থী করেছে নীতীশচন্দ্র রায়কে। গত লোকসভা নির্বাচনে তৃণমূলের কাছ থেকে আসনটি ছিনিয়ে নিয়েছিল বিজেপি। গোটা রাজ্যে বাম-কংগ্রেস আসন সমঝোতা হলেও কোচবিহারে আলাদা করে প্রার্থী দিয়েছে কংগ্রেসও। তাদের প্রার্থী পিয়া রায়চৌধুরী।

জলপাইগুড়ি কেন্দ্রে এ বার বিদায়ী সাংসদ জয়ন্তকুমার রায়কে প্রার্থী করেছে বিজেপি। তাঁর বিরুদ্ধে তৃণমূলের হয়ে লড়ছেন এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত ধূপগুড়ি বিধানসভার বিধায়ক নির্মলচন্দ্র রায়। সিপিএম প্রার্থী করেছে দেবরাজ বর্মণকে। ২০১৪ সালে এই আসনে জয়ী হয়েছিল তৃণমূল। ২০১৯ সালে আসনটি তৃণমূলের কাছ থেকে ছিনিয়ে নেয় বিজেপি।

কোচবিহারে এ বার প্রার্থী বদল করেছে বিজেপি। বিদায়ী সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লাকে সরিয়ে উত্তরবঙ্গের চা বাগান অধ্যুষিত এই কেন্দ্রে পদ্মশিবির প্রার্থী করেছে বিধানসভায় দলের মুখ্য সচেতক তথা এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত মাদারিহাট বিধানসভার বিধায়ক মনোজ টিগ্গাকে। তৃণমূল প্রার্থী করেছে দলের অন্যতম ‘আদিবাসী মুখ’ তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইককে। এক সময় এই কেন্দ্রে টানা ১০ বার জিতেছিল বামফ্রন্টের শরিক দল আরএসপি। ২০১৪ সালে আরএসপি-কে হারিয়ে তৃণমূলের দশরথ তিরকে জয়ী হলেও ২০১৯-এ তাঁকে হারতে হয় বিজেপির কাছে। এ বার আরএসপি প্রার্থী করেছে দলের প্রাক্তন সাংসদ মনোহর তিরকের কন্যা মিলি ওরাওঁকে

timer শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০২৪ ০৭:১১ key status

মাথাভাঙায় সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু

কোচবিহারের মাথাভাঙায় রহস্যমৃত্যু হল এক সিআরপিএফ জওয়ানের। বৃহস্পতিবার রাতে নীলেশ কুমার নীলু নামের ওই জওয়ান হঠাৎই অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। মাথাভাঙ্গার বাইশগুড়ি হাই স্কুলে তিনি কুইক রেসপন্স বা টিম (কিউআরটি)-এর দায়িত্বে ছিলেন। রাতে হঠাৎ তাঁর নাক, মুখ দিয়ে রক্তপাত শুরু হয়।  এর পর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ৪২ বছর বয়সি এই জওয়ানের বাড়ি বিহারের নওয়াদা জেলায় বলে জানা গিয়েছে।

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৭:৪৮ key status

পশ্চিমবঙ্গের তিন কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

কোচবিহারে ২০৪৩টি বুথে, আলিপুরদুয়ারে ১৮৬৭টি বুথে এবং জলপাইগুড়িতে ১৯০৪টি বুথে ভোটগ্রহণ চলছে। কোচবিহারে ভোটাধিকার প্রয়োগ করার কথা ১০ লক্ষ ১৪ হাজার ৮৬৪ জন পুরুষ এবং ৯ লক্ষ ৫১ হাজার ৯৯৬ জন মহিলা ভোটারের। আলিপুরদুয়ারে ভোটাধিকার প্রয়োগ করার কথা ৮ লক্ষ ৮৯ হাজার ১৯ জন পুরুষ এবং ৮ লক্ষ ৮৪ হাজার ৮৭১ জন মহিলা ভোটারের। জলপাইগুড়িতে এই সংখ্যাটি যথাক্রমে ৯ লক্ষ ৫৮ হাজার ৬১১ এবং ৯ লক্ষ ২৭ হাজার ৩৩৯। জলপাইগুড়িতে মোট ১৮ লক্ষ ৮৫ হাজার ৯৬৩ জন, আলিপুরদুয়ারে মোট ১৭ লক্ষ ৭৩ হাজার ২৫২ জন এবং কোচবিহারে মোট ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জনের ভোট দেওয়ার কথা।

timer শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৪ ১৭:৪৭ key status

দেশের মোট ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

ভোটগ্রহণ চলছে পশ্চিমবঙ্গের তিন লোকসভা কেন্দ্রে। এই কেন্দ্রগুলি হল আলিপুরদুয়ার (তফসিলি জনজাতি অধ্যুষিত), জলপাইগুড়ি (তফসিলি জাতি অধ্যুষিত) এবং কোচবিহার (তফসিলি জাতি অধ্যুষিত) কেন্দ্রে। ২১টি রাজ্য এবং‌ কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে লোকসভা ভোটের প্রথম দফায় দেশের ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.