লোকসভা নির্বাচন প্রায় শেষ পর্বে। এরই মধ্যে সংশোধিত নাগরিকত্ব আইনের সুফল পাওয়া শুরু করল বাংলার শরণার্থীরাও। প্রথমবার এই আইনের অধীনে নাগরিকত্ব পেলেন বাংলা থেকে আবেদনকারী শরণার্থীরা।
পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে আনা হয়েছে সিএএ বা সংশোধিত নাগরিকত্ব আইন। ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হলেও বিধি বলবৎ করতে দেরি হয়। চলতি বছরের ১১ মার্চ গেজেট নোটিফিকেশন কার্যকর করার কথা ঘোষণা করেছে কেন্দ্র।
দীর্ঘ চার বছরের অপেক্ষার পর এই আইন কার্যকর হয়। লোকসভা নির্বাচনের আগেই ভারতীয় হতে আগ্রহীদের আবেদন করার জন্য একটি পোটাল তৈরি করে কেন্দ্র। সেই পোটালের মাধ্যমে নথি জমা দিয়ে আবেদন করে এবার নাগরিকত্ব পেলেন বাংলার শরণার্থীরা। এর আগে ১৫ মে প্রথম দফায় ১৪ জন শরণার্থীকে নাগরিকত্ব দিয়েছিল কেন্দ্র। এবার বাংলার শরণার্থীরা সেই সুবিধা পাওয়া শুরু করলেন।
পশ্চিমবঙ্গ ছাড়াও উত্তরাখণ্ড এবং হরিয়ানাতেও প্রথম দফায় আবেদনকারীদের নাগরিকত্ব মঞ্জুর করার কাজ শুরু হয়েছে।