Best places to visit in India for snowfall: সিকিমের সুইজারল্যান্ড থেকে কুফরি – তুষারপাত দেখতে এই ১০ জায়গা মিস করবেন না!

1/9সোনমার্গ, জম্মু ও কাশ্মীর: নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে যেতে পারেন। বেশি উচ্চতায় অনেকের শ্বাসকষ্ট, মাথাব্যাথা হয়। কিন্তু সোনমার্গে সেই ভয় নেই। উচ্চতা কম। ছবি : লাইভ হিন্দুস্তান (Live Hindustan)

গুলমার্গ, জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীরেরই আরও একটি বিখ্যাত হিল স্টেশন। শীতল বাতাস, ফুলের সৌন্দর্য্য, প্রকৃতির শোভা তো বটেই। পাবেন দারুণ সব স্থানীয় খাবারের স্বাদ। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
2/9গুলমার্গ, জম্মু ও কাশ্মীর: জম্মু ও কাশ্মীরেরই আরও একটি বিখ্যাত হিল স্টেশন। শীতল বাতাস, ফুলের সৌন্দর্য্য, প্রকৃতির শোভা তো বটেই। পাবেন দারুণ সব স্থানীয় খাবারের স্বাদ। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
কুফরি, হিমাচল প্রদেশ: গত কয়েক বছরে হিল স্টেশন হিসেবে কুফরির জনপ্রিয়তা বেড়েছে। এখানে বেড়াতে গেলে হিমাচল প্রদেশের অন্যান্য নিকটস্থ স্থানও ঘুরে দেখতে পারবেন। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
3/9কুফরি, হিমাচল প্রদেশ: গত কয়েক বছরে হিল স্টেশন হিসেবে কুফরির জনপ্রিয়তা বেড়েছে। এখানে বেড়াতে গেলে হিমাচল প্রদেশের অন্যান্য নিকটস্থ স্থানও ঘুরে দেখতে পারবেন। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
পাটনিটপ: হিমালয়ের শিবালিক রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশন। চারপাশ দেবদারুর বনে ঘেরা। এটি আসলে বেশ সুন্দর দেখায় এবং এটি ভারতের শীতলতম তুষারময় স্থানগুলির মধ্যে একটি হিসাবেও পরিচিত। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
4/9পাটনিটপ: হিমালয়ের শিবালিক রেঞ্জে অবস্থিত এই হিল স্টেশন। চারপাশ দেবদারুর বনে ঘেরা। এটি আসলে বেশ সুন্দর দেখায় এবং এটি ভারতের শীতলতম তুষারময় স্থানগুলির মধ্যে একটি হিসাবেও পরিচিত। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
রূপকুন্ড হ্রদ: গাড়ওয়াল হিমালয়ের মধ্যে অবস্থিত এটি। রূপকুন্ড একটি ট্রেকিং পয়েন্ট। এখানে পৌঁছাতে প্রায় ৮-৯ দিন সময় লাগে। এই স্থানটি শুধু সুন্দরই নয়, কিছুটা ভীতিকরও বটে। এর কারণ হল, এই লেকের চারপাশে প্রচুর মানুষের কঙ্কাল পাওয়া যায়। বরফ গললেই তা আরও বেশি দেখা যায়। মনে করা হয়, নবম দশকে একদল অভিযাত্রী সেখানে তুষারঝড়ে প্রাণ হারান। তাঁদেরই অবশেষ রয়ে গিয়েছে। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
5/9রূপকুন্ড হ্রদ: গাড়ওয়াল হিমালয়ের মধ্যে অবস্থিত এটি। রূপকুন্ড একটি ট্রেকিং পয়েন্ট। এখানে পৌঁছাতে প্রায় ৮-৯ দিন সময় লাগে। এই স্থানটি শুধু সুন্দরই নয়, কিছুটা ভীতিকরও বটে। এর কারণ হল, এই লেকের চারপাশে প্রচুর মানুষের কঙ্কাল পাওয়া যায়। বরফ গললেই তা আরও বেশি দেখা যায়। মনে করা হয়, নবম দশকে একদল অভিযাত্রী সেখানে তুষারঝড়ে প্রাণ হারান। তাঁদেরই অবশেষ রয়ে গিয়েছে। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
মুন্সিয়ারি, উত্তরাখণ্ড: হিমালয়ের পাদদেশে একটি ছোট গ্রাম মুন্সিয়ারি। কম বিখ্যাত এই জায়গাটি 'লিটল কাশ্মীর' নামে পরিচিত। ভিড়ভাট্টা এড়াতে চাইলে এটা সেরা অপশন। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
6/9মুন্সিয়ারি, উত্তরাখণ্ড: হিমালয়ের পাদদেশে একটি ছোট গ্রাম মুন্সিয়ারি। কম বিখ্যাত এই জায়গাটি ‘লিটল কাশ্মীর’ নামে পরিচিত। ভিড়ভাট্টা এড়াতে চাইলে এটা সেরা অপশন। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
ধনৌলতি, উত্তরাখণ্ড: ২,২৮৬ মিটার উচ্চতায় অবস্থিত। ধনৌলতি উত্তরাখণ্ডের এক মনোরম হিল স্টেশন। দেবদারু, ওক এবং রডোডেনড্রনের বনে ভরা। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
7/9ধনৌলতি, উত্তরাখণ্ড: ২,২৮৬ মিটার উচ্চতায় অবস্থিত। ধনৌলতি উত্তরাখণ্ডের এক মনোরম হিল স্টেশন। দেবদারু, ওক এবং রডোডেনড্রনের বনে ভরা। ছবি : লাইভ হিন্দুস্তান  (Live Hindustan)
কাতাও, সিকিম: সুইজারল্যান্ডের শোভা। কিন্তু খরচ তুলনায় যত্সামান্য। সিকিমের একটি ছোট্ট শহর কাতাও। এটি 'সিকিমের সুইজারল্যান্ড' নামেও পরিচিত। পাহাড় ভালবাসলে অবশ্যই একবার ঘুরে আসুন। ছবি : লাইভ হিন্দুস্তান ( Live Hindustan)
8/9কাতাও, সিকিম: সুইজারল্যান্ডের শোভা। কিন্তু খরচ তুলনায় যত্সামান্য। সিকিমের একটি ছোট্ট শহর কাতাও। এটি ‘সিকিমের সুইজারল্যান্ড’ নামেও পরিচিত। পাহাড় ভালবাসলে অবশ্যই একবার ঘুরে আসুন। ছবি : লাইভ হিন্দুস্তান ( Live Hindustan)
তাওয়াং, অরুণাচল প্রদেশ: ছুটি কাটানোর জন্য চমৎকার জায়গা। শুধু তুষার ও সৌন্দর্যই নয়। এখানে ৪০০ বছরের পুরনো বৌদ্ধ মঠও রয়েছে যা পর্যটকদের কাছে খুবই বিখ্যাত। অর্থাত্ পাহাড়ের পাশাপাশি বিভিন্ন ধর্ম, সংস্কৃতি নিয়ে আগ্রহ থাকলে এটা আপনার জন্য সেরা স্থান। ছবি : ইনস্টাগ্রাম (Instagram )
9/9তাওয়াং, অরুণাচল প্রদেশ: ছুটি কাটানোর জন্য চমৎকার জায়গা। শুধু তুষার ও সৌন্দর্যই নয়। এখানে ৪০০ বছরের পুরনো বৌদ্ধ মঠও রয়েছে যা পর্যটকদের কাছে খুবই বিখ্যাত। অর্থাত্ পাহাড়ের পাশাপাশি বিভিন্ন ধর্ম, সংস্কৃতি নিয়ে আগ্রহ থাকলে এটা আপনার জন্য সেরা স্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.