টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার শেষ দিনেই প্রকাশিত হল আইসিসির নতুন ক্রমতালিকা। টি-টোয়েন্টি ক্রিকেটের নতুন ক্রমতালিকাতেও ব্যাটারদের মধ্যে শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব। প্রথম ১০ জনের মধ্যে রয়েছেন ভারতের আর এক ব্যাটার।
২০ ওভারের ক্রিকেটে ব্যাটারদের ক্রমতালিকায় এক নম্বর জায়গা ধরে রাখলেন সূর্যকুমার। তাঁর রেটিং পয়েন্ট ৮৬১। ভারতীয় ব্যাটারের পর দ্বিতীয় স্থানে রয়েছেন কলকাতা নাইট রাইডার্সের উইকেটরক্ষক-ব্যাটার ফিল সল্ট। তাঁর রেটিং পয়েন্ট ৮০২। ইংরেজ ক্রিকেটারও ক্রমতালিকায় নিজের জায়গা ধরে রেখেছেন। তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন পাকিস্তানের দুই ক্রিকেটার। ৭৮৪ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে পাক উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ রিজ়ওয়ান। ৭৬৩ রেটিং পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজ়ম। তিনি ক্রমতালিকায় তিন ধাপ উঠে এসেছেন নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে রান পাওয়ার সুবাদে। পঞ্চম স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এডেন মার্করাম। তাঁর রেটিং পয়েন্ট ৭৫৫।
টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় ষষ্ঠ স্থানে রয়েছেন ভারতের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। তাঁর রেটিং পয়েন্ট ৭১৪। যশস্বীর পর সপ্তম স্থানে রয়েছেন রিলি রোসো। তাঁর রেটিং পয়েন্ট ৬৮৯। অষ্টম স্থানে রয়েছেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক জস বাটলার। তাঁর সংগ্রহ ৬৮০ রেটিং পয়েন্ট। নবম এবং দশম স্থানে রয়েছেন রেজ়া হেনড্রিকস এবং ডাউইড মালান। তাঁদের রেটিং পয়েন্ট যথাক্রমে ৬৬০ এবং ৬৫৭।