হকির জন্য astro turf এর মাঠ! ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের আশ্বাস। যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামের বাইরে যে জায়গায় দোকান প্রভৃতি ছিল, সেখানেই হবে হকি মাঠ।
পশ্চিমবঙ্গে astro turf আছে কেবল মাত্র সাইয়ে।ওটি সাধারণের জন্য নয়। তবে বেটন কাপ বা রাজ্য লিগের বড় খেলা ওখানে করার অনুমতি দেয় সাই।এ রাজ্যে সাধারণের জন্য astro turf-এর দাবি বহুদিনের। সেই 1960 দশক থেকে। কেশব দত্ত, লেসলি ক্লডিয়াসরা যেমন, তখন থেকে রাজ্য হকি আসোসিয়েশন চেষ্টা করে আসছিল। ইচ্ছে ছিল ময়দানে রেঞ্জার্স মাঠে astro turf করার। কিন্তু প্রতিরক্ষা বিভাগ অনুমতি দেয়নি। অথচ মোহন বাগান মাঠে কংক্রিট গালারি হল।
আসলে রাজ্য ক্রীড়া দপ্তর গা করেনি। হকি প্রেমীরা হাল ছেড়ে দেন। এর পর ক্লডিযাস, গুরবক্স সিংরা রবীন্দ্র সরোবর স্টেডিয়ামকে হকি মাঠ, মানে astro turf এর কথা বলেন রাজ্য ক্রীড়া দফতরকে। ওখানে শুরু থেকেই athletics হয়ে আসছে। কিন্তু ওদের ট্র্যাক ঠিক রেখে মাঝ মাঠে astro turf এর অনুরোধ করেন গুরবক্সরা। কিন্তু এবারও সরকারের অনীহা।
এগিয়ে ওড়িশা :
যে ওড়িশা খেলাধুলায় পিছিয়ে, তারা একডজন astro turf এর স্টেডিয়াম বানিয়েছে। ওরা করে
World cup, International tournament.
বামফ্রন্টের পর নতুন সরকার এসেই যুবভারতীর ঐ জায়গায় হকি মাঠের কথা বলে। প্রায় দশ বছর হল। ঐ জমিতে astro turf পাতা যায়নি নাকি আইনি বাধায়। সরকার জমি নিতে পারেনি। ভাবা যায়?
নির্বাচন এসে গেল। দুষ্টজন বলছে, ভোটের আগে প্রতিশ্রুতি। নির্বাচনের দিন ঘোষণা হল বলে। সব প্রতিশ্রুতি বিশ বাঁও জলে যাবে। মানে হকির astro turf ও ভ্যানিশ। একদার sports capital of India র
কী করুণ অব্স্থা!
ও! এই কলকাতা ছিল ভারতের রাজধানী।
প্রায় ছয় দশকের সাংবাদিক জীবনে হকির astro turf এর কথা শুনেই গেলাম। বলতে হচ্ছে “কিছুই তো হল না”।
(প্রবীন ক্রীড়া সাংবাদিক চিরঞ্জীব-এর ফেসবুক পোস্ট)